চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫ ০৬:৩৪ পিএম
চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের হোগলারদাড়ির জিকে খালের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে খবর পেয়ে পুলিশ জিকে খালের পাশ থেকে বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় সনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জিকে খালের পাশে বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে জামজামি ফাড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন ৩-৪ দিন আগের মরদেহ। তার শরীরে পচন ধরেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষাঙ্গ ও হাত-পায়ের নখ কেটে ফেলে হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে হত্যা করা হতে পারে। পরিচয় সনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশ কাজ করছে।
ভোরের আকাশ/এসআই