রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০৬:৫৫ পিএম
রংপুর জামায়াতের সংবাদ সম্মেলন
রংপুর বিভাগীয় জনসভায় দুই লক্ষাধিক মানুষের জমায়েতের টার্গেট নিয়েছে জামায়াতে ইসলামী। আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় রংপুর বিভাগের ৮ জেলার জামায়াতের নেতাকর্মীসহ সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত হওয়ার কথা রয়েছে। জনসভা সফল করতে ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ, পোস্টার, ব্যানার-ফেস্টুন লাগানো, মাইকিং, প্রচারণা মোটরসাইকেল র্যালী করা হয়েছে।
সুষ্ঠুভাবে জনসভা আয়োজনে মঞ্চ প্রস্তুত, প্রচারণাসহ ১৩টি উপ-কমিটি দিন-রাত কাজ করছেন। বিভাগীয় জনসভা উপলক্ষে বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর জামায়াতে ইসলামী জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, দুপুরে চব্বিশের ছাত্র গণ-আন্দোলনের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরা ও রাজনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকারের দাবীতে আগামী ৪ জুলাই জনসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। এছাড়া জনসভায় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির আজম খান, মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদাসহ অন্যরা।
ভোরের আকাশ/আজাসা