এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ০১:২০ এএম
মায়ানমারে পাচারকালে গর্জনিয়ায় স্কয়ারের ঔষধ, কভার্ডভ্যান সিএনজিসহ তিনজন আটক
কক্সবাজারের রামু গর্জনিয়া বাজার থেকে মায়ানমার পচারকালে স্কয়ার কোম্পানির কভার্ডভ্যান ভর্তি ২৯ কার্টুন ঔষধ সিএনজিতে লোড করে পাচারের সময় তিন জনকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয় ঔষধ, কভার্ড ভ্যান ও সিএনজি।
জব্দকৃত ঔষধের মূল্য ৩৫লাখ ৩ হাজার ৮৮২ টাকা,কভার্ডভ্যানের মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা ও সিএনজির মূল্য ধরা হয়েছে ৩ লক্ষ টাকা।
২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে কক্সবাজারের রামু গর্জনিয়া বাজার থেকে ঔষধ ভর্তি কভার্ড ভ্যান নিয়ে সিএনজি যোগে ড্রাইভারসহ চার পাচারকারী মায়ানমার যাত্রাকালে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ, বিজিবি ও ডিজিএফআইয়ের সদস্যরা মালামালসহ তিনজনকে আটক করেন। এ সময় সিএনজি ড্রাইভার পালিয়ে যায়।
জব্দকৃত কভার্ড ভ্যানের নাম্বার ঢাকা মেট্রো ম ৫১-৫৯৪৪ নিয়ে কচ্ছপিয়া ইউপিস্থল ৩ নং ওয়ার্ডের তিতারপাড়া টু হাইস্কুল পাড়া রোডস্থ গ্রামীণ ব্যাংকের সামনের পাকা রাস্তার উপর উল্লেখিত নাম্বারের স্কয়ার গাড়ি হতে ২৯ কার্টুন বিভিন্ন প্রকারের ঔষধ মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে সিএনজিতে উঠানো/ভর্তি করার সময় গর্জনিয়া ফাঁড়ির পুলিশ, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিপি এবং ডিজিএফআই এর যৌথ সমন্বয়ে অভিযান করে ওষুধ পাচারকালে মূল হোতা এবং ঘটনায় জড়িত রামু মৌলভীর কাটা নুরুল আলমের পুত্র মোঃ সালামতউল্লাহ (৩৫), ঢাকা যাদবপুর, ধামরাই ভাতকুড়ি এলাকার ইয়াছিন আলীর পুত্র তারিকুল ইসলাম (৪৮) ও নোয়াখালী জেলার,কবিরহাট থানার সুন্দলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত অহিদুল্লাহর ছেলে রিয়াজ উল্লাহ (৩৬)কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় রামু মৌলভীর কাটার সিএনজি ড্রাইভার শহিদুল্লাহ (২৫) পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে তার পিতার নাম তাৎক্ষণিক ভাবে জানাযায়নি।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মনিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায় আসামীরা পরস্পরের সহযোগিতায় গর্জনিয়া বাজার এলাকা থেকে এবং ঢাকাস্থ্ স্কয়ার কোম্পানি থেকে বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন ধরনের ঔষধ সংগ্রহ করে আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিয়ে অবৈধ পথে মিয়ানমার পাচার করে আসছে। ঘটনার বিষয়টি পুলিশ গোয়েন্দা সংস্থার নজরে আসলে যৌথ বাহিনী সমন্বয় করে অভিযান চালানো হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ জব্দ করা হয়েছে, পাশাপাশি ঔষধ পরিবহন কাজে স্কয়ার কোম্পানির একটি গাড়ি এবং একটি সিএনজি জব্দ তালিকা মোতাবেক আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক সিএনজি চালককে আসামি করে এস আই ফরহাদ বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। রামু থানার ইনচার্জ মোঃ মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ধৃত তিন আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ।।হ,র