ছবি: ভোরের আকাশ
গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক সরকার, সহকারি সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, শহর জামায়াতের আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডল, শহর সেক্রেটারী আবু হাসান নয়া মিয়া, সদর উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস প্রমূখ।
বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন কিভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর যে হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই ফ্যাসিবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গোপালগঞ্জে যারা আমাদের ভয় দেখাতে চেয়েছিল, তারা জানে না—তাদের সেই আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে।“এই প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, রাজবাড়ীতে দিয়েছি, এবং এই প্রমাণ রাত ১০টায় মানিকগঞ্জেও দিচ্ছি” বলেন তিনি।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জের খালপাড় এলাকায় শহীদ রফিক চত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তিনি আরও বলেন, "আমরা জানি ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ স্বাধীন হয়েছিল আর ৪ আগস্ট হয়েছিল ফ্যাসিস্টমুক্ত। মানিকগঞ্জ সবসময় এক ধাপ এগিয়ে থেকেছে, কিন্তু উন্নয়নের দিক থেকে দুই ধাপ পিছিয়ে। আমরা সেই পুরনো বন্দোবস্ত বদলাতে চাই।”নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি, সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করতে হবে—উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষে দলগুলোর প্রতিনিধিত্ব হবে ভোটের অনুপাতে, পিআর পদ্ধতিতে। এতে ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে।”শেখ হাসিনার কাছে একক ক্ষমতা ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা নতুন বাংলাদেশে এমন কোন প্রধানমন্ত্রী চাই না, যাঁর কাছে একক ক্ষমতা থাকবে। সে যা খুশি তাই করবেন। তাঁকে প্রশ্ন করার কেউ থাকবে না। কিন্তু আমরা দেখছি সেই সংস্কারে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে।মানিকগঞ্জে এনসিপির পাঁচজন শহীদের কথা উল্লেখ করে তিনি বলেন, “এক বছরেও আসামিদের গ্রেপ্তার করতে পারিনি। বরং তারাই এখন আমাদের ওপর হামলা চালায়—এটা আমাদের ব্যর্থতা।”গোপালগঞ্জ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “সেখানে প্রতিটি ঘরে, প্রতিটি গ্রামে এনসিপির কর্মসূচি চলবে। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু সন্ত্রাসীরা তাদের বাধা দিয়েছে, ফেরি বন্ধ করে দিয়েছে, বাস আটকে দিয়েছে।”তিনি দাবি করেন, “বাংলাদেশের মানুষ একবার আওয়ামী লীগকে পরাস্ত করেছে, আবারও যদি তারা মাথা তোলে, জনগণই তাদের রুখে দেবে।”এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, "অন্তর্বর্তীকালীন সরকারকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কোনোটিই পালন করতে পারেনি। জুলাই ফাউন্ডেশনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা প্রতিনিয়ত ঘোরাফেরা করেন। তাদের পুনর্বাসনে কয় কোটি টাকা লাগে? কিন্তু সেই উদ্যোগটুকুও তারা নেয়নি।"সামান্তা শারমিন আরও বলেন, “অন্তর্বর্তী সরকার পুরো বাংলাদেশকে একটা নির্বাচনী ম্যান্ডেট বানিয়ে ফেলছে। এটা কী আমরা নির্বাচনী ম্যান্ডেটের জন্য করছিলাম? আমরা গণঅভ্যুত্থান করছিলাম পুরো কাঠামো বদলানোর জন্য। ।”তিনি অভিযোগ করে বলেন, “কাঠামো বদলানোর পরিবর্তে আজকে প্রধান উপদেষ্টা সোহেল তাজের সঙ্গে দেখা করছেন। আওয়ামী লীগের কোন রিকন্ডিশন্ড, বি-টিম যদি বাংলাদেশে নামানোর চেষ্টা করা হয়, সেইটা আমরা গণঅভ্যুত্থান দিয়ে আবারও উড়াইয়া ফেলবো। আওয়ামী লীগের কোন বি-টিমও বাংলাদেশে থাকতে পারবে না।”জুলাই পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, ডা. তাসনীম জারা এবং কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা। ভোরের আকাশ/হ.র
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ১২ নং চরকুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামের যুবদলের সভাপতি মো. নুরে আলম মুন্সির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী।বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার চরপাতিলা বাজারে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছে। মিছিলটি বাজারের পূর্ব মাথা থেকে শুরু হয়ে পশ্চিম মাথায় গিয়ে শেষ হয়। মিছিলটিতে ওই গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।এ সময় কামাল দালাল, জীলন, ও নাজমা, নিরুতাজ সহ স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ ও তার সহযোগী মন্নান, কাজল, সিরাজ ও নোমান সহ একদল কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে চরপাতিলা গ্রামের জনপ্রিয় যুবদল নেতা মো.নুরে আলম মুন্সির বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এবং তার নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। চরপাতিলা গ্রামের যুবদল নেতা নুরে আলম মুন্সি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ন করছে ফিরোজ ও তার কয়েকজন সহযোগী। আমি এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এধরণের অপপ্রচার চালানো হলে আমি আইনের আশ্রয় নেবো।অভিযুক্ত চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ হাওলাদার, ও তার সহযোগী মন্নান, সিরাজ, কাজল, নোমান অভিযোগের বিষয়টি অস্বীকার করে তারা বলেন, আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করাচ্ছে যুবদল নেতা নুরে আলম মুন্সি। আমরাও সেই ঘটনার বিচার চাই।ভোরের আকাশ/হ.র
শ্রীপুরে দীর্ঘ ১৭ বছর পর মডেল মসজিদ হলরুমে প্রায় পাঁচ শতাধিক মহিলা নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের কর্মী সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটে শ্রীপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিদেশ বিভাগীয় সেক্রেটারি ও ঢাকা উত্তর অঞ্চল তদারককারী খোন্দকার আয়েশা খাতুন।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর, গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ড. জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক নাজমুন নাহার নাজমা, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, মুহতারেমা আমেনা খাতুন, গাজীপুর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মুহতারেমা আমেনা খাতুন সহ শ্রীপুর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতিতে নারীরা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এ নির্বাচনে নারী ভোটারদের সমর্থন যে কোন প্রার্থীকে বিজয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে। এ নির্বাচনে নির্ধারিত হবে দেশ এগিয়ে যাবে নাকি আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়বে।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাতারা এলাকায় ব্রহ্মপুত্র নদে যুবকের লাশ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার পুলিশকে খবর দেওয়া হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে জানায় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে জানান তিনি।ভোরের আকাশ/জাআ