চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১২:৩১ পিএম
চট্টগ্রামে আ.লীগ নেতা ছালামের কারখানায় কেএনএফের ইউনিফর্ম, গ্রেপ্তার ৪
চট্টগ্রাম নগরীতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম কাপড়সহ গাড়ি জব্দ করার ঘটনায় নানা নাটকীয়তা শেষে অবশেষে মহানগর আওয়ামী লীগ নেতা, সাবেক সাংসদ ও সিডিএ চেয়ারম্যান আবদুস ছালামের ছোট ভাই তারিকুল ইসলামসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে চান্দগাঁও থানা পুলিশ।
সোমবার (২ জুন) রাত ৯টায় নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকার ওয়েল ফেব্রিক্স এন্ড ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের কারখানায় অভিযান চালায় পুলিশ। এসময় রোলিং করা কাপড়সহ গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় আবদুস ছালামের ভাই তারিকুলসহ চারজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- তারিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান। তারিকুল ইসলামকে ওয়েল ফেব্রিক্স এন্ড ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক এবং তৌহিদুল ইসলাম একই প্রতিষ্ঠানের কর্মকর্তা।
জানা যায়, ওয়েল ফেব্রিক্স এন্ড ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের কারখানা আওয়ামী লীগ নেতা ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুস ছালামের মালিকানাধীন।
এদিকে পুলিশ শুরুতে কেএনএফের কাপড় উদ্ধার ও ৪ জনকে আটকের বিষয়টি স্বীকার করলেও তাদের নাম জানায়নি।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহের তথ্য নিশ্চিত হওয়ার পর ওয়েল ফেব্রিক্স এন্ড ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের কারখানায় অভিযান চালানো হয়। এসময় রোলিং করা কাপড়সহ একটি গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে গত ১৭ মে রাতে চট্টগ্রাম নগরীর ‘রিংভো অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০ পিস কেএনএফের ইউনিফর্ম জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় কারখানার মালিক সাহেদুল ইসলাম গোলাম আজম ও নিয়াজ হায়দার তিনজনকে গ্রেপ্তার করা হয়। গোলাম ও নিয়াম ইউনিফর্ম তৈরির অর্ডারদাতা।
এরপর মঙ্গলবার (২৭ মে) আরও ১১ হাজার ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এছাড়া একইদিন রাতে নগরীর পাহাড়তলী থানার ডিটি রোডে অবস্থিত ‘নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস’ থেকে আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এ ঘটনায় একটি গার্মেন্টস কারখানা মালিক মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ভোরের আকাশ/আজাসা