ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০৫:২২ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ এর উদ্যেগে সারাদেশে সংখ্যালুঘু নির্যাতন, ধর্ষণ, মন্দির, ব্যবসা-প্রতিষ্ঠান ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ, মব ভায়োলেন্স প্রতিরোধে এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ সনাতনী সকল কারাবন্দীর নিঃশর্ত মুক্তি ও দ্রুত ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ জুলাই) মোমিন রোডস্হ চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুন্নাহার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সীতাকুণ্ড ভোলানন্দ গিরি আশ্রমের অধ্যক্ষ উমাসানন্দ গিরি মহারাজ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, বাংলাদেশ সনাতন পাটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুমন কুমার রায়।
সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের শোষণ -বঞ্চনা থেকে মুক্তির জন্য সনাতনী সম্প্রদায়ের প্রাণের দাবী ৮ দফা বাস্তবায়ন করতে হবে এবং ৮ দফা দাবী বাস্তবায়নে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর প্রতি নেতৃবৃন্দরা জোরালো আহবান জানান।
বক্তারা আরও বলেন, লালমনিরহাটে সেলুনের মালিক পুত্র- সন্তানকে মাত্র ১০ টাকার তর্ক নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রামের সভাপতি আশীষ দাশ, প্রশান্ত হালদার, পরিতোষানন্দ গিরি মহারাজ, সনাতন নাগরিক সমাজের সংগঠক পিংকু ভট্টাচার্য, সনাতন অধিকার আন্দোলনের নেতা পলাশ সেন, সীতাকুণ্ড স্রাইন কমিটির সদস্য অশোক চক্রবর্তী, তরুণ সনাতনী সংগঠক তন্ময় মল্লিকা, সুশান্ত অধিকারী, পটিয়া শ্বশান কালি মন্দিরের অধ্যক্ষ পরিতোষানন্দ গিরি মহারাজ, সনাতনী অধিকার আন্দোলনের প্রশান্ত হালদার, সুশান্ত অধিকারী প্রমুখ। সংবাদ সন্মেলন শেষে একটি মৌন মিছিল আন্দরকিল্লা- মোমিন রোড- জামালখান সড়কে প্রদক্ষিণ করে।
ভোরের আকাশ/এসএইচ