পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটা উপজেলায় নিলিমা (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাড়িটানা গ্রামে তার পিতার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিলিমা প্রবাসী নিলয়ের স্ত্রী এবং মৃত নারায়ণ চন্দ্র হাওলাদারের কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিলিমার মা প্রভাতী রানী বাড়ির বাইরে ছিলেন। পরে বাসায় ফিরে এসে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে নিলিমাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানায়, স্বামী বিদেশে থাকাকালে নিলিমা প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মন্দিরে গিয়ে বিয়ে করেন। সম্প্রতি তিনি গর্ভবতী হলে সেই যুবক বিষয়টি অস্বীকার করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নিলিমা। পরে হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে আত্মহত্যার কারণ উল্লেখ করে গেছেন বলে পরিবারের দাবি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভোরের আকাশ/মো.আ.