ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরগুনার পাথরঘাটায় মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল। সোমবার (২৬শে মে) সন্ধ্যার পর উকিল পট্টি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা গোলচত্ত্বরে এসে শেষ হয়।নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র ও ছাত্রদলের সক্রিয় কর্মী।মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি অবিলম্বে বিচারপ্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।মিছিল শেষে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি কে এম হাসিবুল্লাহ প্রতিবাদী বক্তব্যে বলেন, সাম্য হত্যাকাণ্ড কোন সাধারন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই-দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে পাথরঘাটা ছাত্রদল রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেতিনি আরও বলেন, সাম্য ছিল আমাদের গর্ব। কারণ তিনি ২৪ এর গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা। আমরা তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আমাদের আন্দোলন চলমান থাকবে। ভোরের আকাশ/এসএইচ
২৭ মে ২০২৫ ০৬:৫২ পিএম
বরগুনায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
বরগুনা পৌর শহরের কমিশনার মোশাররফ হোসেনের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকা মোসা. সাহিদা আক্তার রোজী (৫৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২১ মে) দুপুরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শেফা ক্লিনিক সংলগ্ন কমিশনার ভবনে এ ঘটনা ঘটে।মোসা. রোজী আক্তার বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামের মো. মোস্তফা খানের স্ত্রী।জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শহরের ওই বাসায় ভাড়া থাকতেন। গত দুই দিন ধরে তার সঙ্গে পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার কাছে বাবার বাড়ির জমি বিক্রির একটি বড় অঙ্কের টাকাও ছিল বলে জানা গেছে।পরে পরিবারের সদস্যরা বাড়ির মালিককে সঙ্গে নিয়ে রোজীর বাসায় যান। ঘর তালাবদ্ধ থাকায় দরজা খুলে তারা রোজীকে বাথরুমে পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেন।এ বিষয় বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, আমরাও শুনেছি সাহিদা আক্তার রোজীর বাসা বাহির থেকে তালাবদ্ধ ছিলো। তার মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে। মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
২১ মে ২০২৫ ১১:৪১ পিএম
বরগুনায় অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামে একটি বাগান থেকে মানসিক প্রতিবন্ধী মো. নাঈম (২৬) যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২১ মে) সকালে স্থানীয় এক কৃষক বাগানে কাজ করতে গেলে দুর্গন্ধ পান। পরে তিনি বাগানের ভেতর একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তাদের মাধ্যমে বরগুনা থানা পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, মো. নাঈম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ওসিডি (অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার) রোগে ভুগছিলেন। তিনদিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে জানান তার মা।মরদেহের হাতে বাঁধা লাল সুতা ও পরনের কাপড় দেখে স্বজনরা নাঈমকে শনাক্ত করেন।বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।”ভোরের আকাশ/জাআ
২১ মে ২০২৫ ০৭:২৬ পিএম
আমতলীর আওয়ামী লীগ নেতা বরগুনায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ
নিষিদ্ধ ঘোষিত আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে বরগুনার রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।সোমবার (১৯ মে) বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।জানা গেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু ব্যক্তিগত কাজে রোববার সকালে বরগুনা যান।বরগুনা থেকে রাতে ফেরার পথে রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।বরগুনা থানার ওসি দেওয়ার জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ