মালয়েশিয়ায় ভুয়া বিয়ে এড়িয়ে চলার বিশেষ সতর্কবার্তা প্রবাসীদের জন্য
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাই মেট্রোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিবার গঠনের উদ্দেশ্য ছাড়া কেবল ব্যবসা, পাস বা অবৈধ বসবাসের সুবিধার জন্য করা ভুয়া বিবাহ গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় পড়বে।তিনি বলেন, “প্রমাণ মিললে বিদেশিরা গ্রেপ্তার হবেন, বিচার শেষে জেল সাজা এবং কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভুয়া বিয়ে কোনো পারিবারিক বন্ধন নয়, এটি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দার মর্যাদা (পিআর), ব্যাংক ঋণ, ব্যবসা ও অন্যান্য সুবিধা নেওয়ার জন্য কিছু বিদেশি ভুয়া বা চুক্তিভিত্তিক বিয়ের দিকে ঝুঁকছে। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রবাসীরা স্থানীয় নারীদের সঙ্গে বিয়ে করে সুবিধা নেন এবং পরে তালাক দিয়ে সম্পর্ক শেষ করেন।দাতুক জাকারিয়া শাবান আরও জানান, বিদেশি স্বামী-স্ত্রীরা দীর্ঘমেয়াদি সামাজিক পাস (পিএলএস) পেলেও বৈধ অনুমতি ছাড়া কাজ করতে পারবেন না। সন্দেহজনক ক্ষেত্রে দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে হঠাৎ পরিদর্শন, সাক্ষাৎকার ও নথি যাচাই করা হচ্ছে।ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ইতোমধ্যেই পিডিআরএম, জেপিএন, ইসলামিক কর্তৃপক্ষ, এলএইচডিএন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। তথ্য ভাগাভাগি ও সমন্বিত তদন্তের মাধ্যমে ভুয়া বিবাহের সঙ্গে যুক্তদের শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।মালয়েশিয়া সরকার বারবার সাফ জানিয়েছে, “বিয়ে কখনো ব্যবসার টিকিট নয়। ভুয়া বিবাহের মাধ্যমে সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি অনিবার্য।”ভোরের আকাশ//হ.র
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৭ এএম
আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে: সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলছে বলেও তিনি জানান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক আলোচনায় এ তথ্য জানিয়েছেন সিইসি।প্রবাসী বাংলাদেশিরা প্রধান নির্বাচন কমিশনারকে কানাডা সফরে এসে তাদের সঙ্গে মতবিনিময় করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করায় কনস্যুলেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে এবং প্রবাসীরা নির্বাচন কমিশনারের সঙ্গে বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশি।ভোরের আকাশ/এসএইচ
১১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১২ পিএম
ইতালি প্রবাসীকে জমি বুঝিয়ে দিল আশিয়ান সিটি
ইতালি প্রবাসী মো. হাবিবুর রহমান মুন্সীকে তার নিজস্ব জমি বুঝিয়ে দিল আশিয়ান সিটি। গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট ২০২৫) জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন আশিয়ান সিটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া।দলিল গ্রহণের পর মো. হাবিবুর রহমান মুন্সী আশিয়ান সিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সঠিক সময়ে জমির মালিকানা বুঝিয়ে দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আশিয়ান সিটির প্রতি আমার আস্থা আরও বেড়ে গেল।জমির বিবরণ অনুযায়ী জানা যায়, ঢাকা জেলার দক্ষিণ খান মৌজায় অবস্থিত মোট ১০.৭২৫ শতাংশ বা স্থানীয় মাপে ৬.৫০ কাঠা জমি তিনি বুঝে পান। জমিটি মহানগর জরিপের ৩১৩৭৮ নং দাগের কাতে ৮.৫৫ শতাংশ, ৩১৩৭৭ নং দাগের ১.১০ শতাংশ এবং ৩১৩৭৬ নং দাগের ১.০৭৫ শতাংশ নিয়ে গঠিত। জমিটি আশিয়ান সিটি প্রকল্পের ব্লক-এ, রোড নং ২৪ এ অবস্থিত।এ সময় আশিয়ান সিটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা সবসময় প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের জমি ও ফ্ল্যাট বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। আমাদের প্রকল্পে যারা বিনিয়োগ করেছেন তারা যেন নির্দ্বিধায় সম্পত্তির মালিকানা পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।’’ভোরের আকাশ/জাআ
৩০ আগস্ট ২০২৫ ০৭:২৪ পিএম
গোয়াইনঘাটে মাজার থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটে মাজার থেকে ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৭ আগস্ট) উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সিরাজুন বেগম (৪৫) তোয়াকুল ইউনিয়নের কান্দিগাও গ্রামের ওমান প্রবাসী আসাব মিয়ার স্ত্রী। পুলিশ ও পরিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভোগছেন। বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। আজ সকালে স্থানীয় কয়েকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই শাহাব উদ্দিন জানান, লাশের সুরতাহল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভোরের আকাশ/মো.আ.
২৭ আগস্ট ২০২৫ ০৩:৫৭ পিএম
মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, কর্মী ৮ লাখেরও বেশি
মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের তালিকায় এখন শীর্ষে বাংলাদেশিরা। দেশটিতে মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি। বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে মালয়েশিয়ায় কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি। সোমবার দেশটির সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল।মন্ত্রী জানান, করোনা-পরবর্তী সময়ে অর্থনীতি পুনর্গঠনে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা বেড়ে যায়। সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে দেশটিতে প্রবেশ করেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মী। পরের বছর বিদেশি শ্রমশক্তি নিয়োগে সরকার শিথিল নীতি প্রয়োগ করলে বিপুলসংখ্যক বাংলাদেশি মালয়েশিয়ায় যান। শুধুমাত্র ২০২৩ সালেই প্রায় ৪ লাখ নতুন কর্মসংস্থান পান বাংলাদেশি শ্রমিকরা।এ সময় তিনি আরও জানান, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ওই সময় ৭৯০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।সূত্র: নিউ স্ট্রেইটস টাইমসভোরের আকাশ//হ.র
২৭ আগস্ট ২০২৫ ১২:০৯ এএম
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।মন্ত্রণালয় জানায়, ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ২২২ জন প্রবাসীকে আটক করা হয়। এসব অভিযানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা অংশ নেয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ৬ জন রয়েছেন।আটকদের মধ্যে প্রায় ২০ হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৯২০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৭৮৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইথিওপীয় ও ইয়েমেনি নাগরিকের সংখ্যা বেশি। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টায় ৩৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।অভিযানে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ ব্যক্তিকেও আটক করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ২৫ হাজার ৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ এবং ২ হাজার ৫০২ জন নারী।সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ায় সহায়তার শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।মরু অঞ্চলভিত্তিক এই দেশে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী শ্রমিক। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশটিতে নিয়মিত ধরপাকড় অভিযান চালানো হচ্ছে।সূত্র: গালফ নিউজভোরের আকাশ//হ.র
২৬ আগস্ট ২০২৫ ০২:৩৯ এএম
পাথরঘাটায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
বরগুনার পাথরঘাটা উপজেলায় নিলিমা (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাড়িটানা গ্রামে তার পিতার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নিলিমা প্রবাসী নিলয়ের স্ত্রী এবং মৃত নারায়ণ চন্দ্র হাওলাদারের কন্যা।পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিলিমার মা প্রভাতী রানী বাড়ির বাইরে ছিলেন। পরে বাসায় ফিরে এসে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে নিলিমাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।স্থানীয়রা জানায়, স্বামী বিদেশে থাকাকালে নিলিমা প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মন্দিরে গিয়ে বিয়ে করেন। সম্প্রতি তিনি গর্ভবতী হলে সেই যুবক বিষয়টি অস্বীকার করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নিলিমা। পরে হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে আত্মহত্যার কারণ উল্লেখ করে গেছেন বলে পরিবারের দাবি।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”ভোরের আকাশ/মো.আ.
২১ আগস্ট ২০২৫ ০২:৪২ পিএম
মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করতে কাজ চলছে: আসিফ নজরুল
জুলাই অভ্যুত্থানে সংহতি প্রকাশকারী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করতে এবং নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ত করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আরব আমিরাতসহ কয়েকটি দেশে ‘ল’ফার্ম’ করা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে আটক ১৮৭৬ প্রবাসীকে ইতোমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে।উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, আমরা শুধুমাত্র মধ্যপ্রাচ্য বা আরব আমিরাতে আটকে থাকব না। বাংলাদেশের শ্রমবাজারকে আরও বিস্তৃত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারী শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া নিয়মিত করা হচ্ছে।মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কেও তিনি জানান, পূর্ব সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। কেয়ারগিভারদের জন্য ৬ মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে দক্ষ কর্মী পাঠানো সম্ভব হয়।রেমিট্যান্স সহজ করার বিষয়ে তিনি বলেন, প্রবাসীরা এখন সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন, এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে।আসিফ নজরুল জানান, এক বছরের মধ্যে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে। আইনগত পরিবর্তন এবং সংস্কার কার্যকর হয়েছে, যদিও পুরো সংস্কার এক বছরে সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিকতা বজায় থাকলে সত্যিকারের সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে।ভোরের আকাশ/এসএইচ
২০ আগস্ট ২০২৫ ০৯:১৭ পিএম
সবার আগে ভোট দেবেন প্রবাসীরা
দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রবাসীরা দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। দেশের মোট ভোটারের ১০ শতাংশের বেশি প্রবাসী হলেও তাদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই প্রথমবারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে।সে অনুযায়ী আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেই প্রবাসীদের ভোট নিতে চায় নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। বিদেশে অবস্থান করায় পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর ডাকযোগে প্রবাসীদের এই ভোট নেওয়া হবে দেশের নির্বাচনের আগেই।অর্থাৎ দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তবে আগে ভোট নেওয়া হলেও প্রবাসীদের ভোট গণনা করা হবে দেশে অনুষ্ঠিত নির্বাচনের দিন। ভোট দেওয়ার আগে অবশ্যই নিবন্ধন করতে হবে। ভোট দিতে প্রবাসীদের নিবন্ধনের জন্য সময় দেওয়া হবে তিন সপ্তাহ। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের তৈরি করা সফটওয়্যার বা মোবাইল অ্যাপে নিজেকে তালিকাভুক্ত করতে হবে।নির্বাচন কমিশনের সফটওয়্যার বা মোবাইল অ্যাপে যারা নিবন্ধন করবেন নির্বাচনের আগেই তাদের কাছে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাঠাবে নির্বাচন কমিশন। ভোটসংবলিত ব্যালট ফেরতও আনা হবে ডাক বিভাগের মাধ্যমে। পরে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ভোটসংবলিত খাম ফেরত আনার পর নিজ নিজ নির্বাচনী আসনের রিটার্নিং অফিসারের নিকট পাঠানো হবে। পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, প্রবাসী যারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করবেন তাদের কাছে নির্বাচনের আগেই ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোট সংগ্রহ করা হবে। আর এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করবে ডাক বিভাগ। আমরা মূলত ব্যালটগুলো পোস্ট অফিসকে হ্যান্ডওভার করব, পোস্ট অফিস সেগুলো প্রবাসীদের কাছে পাঠাবে এবং ফেরত নিয়ে আসবে। পরে সেগুলো রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে এবং দেশের নির্বাচনের দিন একসঙ্গে গণনা হবে।তিনি বলেন, প্রবাসীদের ভোট গ্রহণের জন্য আমরা মূলত তিনটি খাম ব্যবহার করব। একটা খামের মধ্যে দুটি এনভেলপ যাবে, একটা এনভেলপের মধ্যে একটি ব্যালট এবং একটি ইনস্পেকশন যাবে। ভোট দেওয়ার জন্য ভেতরে আরেকটি এনভেলপ থাকবে। যেহেতু এনভেলপের মধ্যে ব্যালট এবং ইনস্পেকশন থাকবে সেটা তো তাকে খুলতে হবে, সুতরাং সেটি পাঠাতে পারবেন না। ফেরত পাঠানোর জন্য আরেকটা খাম থাকবে, যেটাতে তারা ভোট দিয়ে পাঠাবেন।যেভাবে ভোট দিতে পারবেন প্রবাসীরানির্বাচন কমিশন বলছে, প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে একটি ডিজিটাল ভোটিং প্ল্যাটফর্ম তৈরি করা হবে। যেখানে প্রবাসীরা নিজেদের মুখের ছবি ও এনআইডি যাচাইয়ের মাধ্যমে ভোটার হতে পারবেন। এরপর ব্যালট পাঠানো হবে ডাক বিভাগের মাধ্যমে এবং ভোট ফেরত পাঠানোর ব্যবস্থা থাকবে কিউআর কোড, ওটিপি ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে।ভোট দেওয়ার জন্য একজন ভোটারকে ইসির প্রস্তুতকৃত সফটওয়্যার বা মোবাইল অ্যাপে নিজেকে প্রথমে তালিকাভুক্ত করতে হবে। তালিকাভুক্তির জন্য প্রথমে গুগল প্লে-স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিজের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। মোবাইল অ্যাপটি ইনস্টল করার পর একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ ই-কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে।উল্লিখিত তথ্য ই-কেওয়াইসি ফর্মে দেওয়ার পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ডাটাবেজ থেকে প্রদত্ত তথ্য যাচাই করবে। যাচাই প্রক্রিয়া সফলভাবে সমাপ্তির পর তৎক্ষণাৎ ভোটারের মোবাইলে একটি মেসেজ পাঠানো হবে, মেসেজ প্রাপ্তির পর ভোটার নম্বর মোবাইল অ্যাপে প্রদান করবেন। ওটিপি যাচাইকরণ প্রক্রিয়া শেষে মোবাইল অ্যাপের ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ভোটারের প্রাণবন্ততা (Liveliness) যাচাই-বাছাই করা হবে।এরই মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ভোটিং সিস্টেম উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ভোটিং ব্যবস্থাপনা উন্নয়ন ও বাস্তবায়নের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। ‘দেশের বাহিরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পের আওতায় তৈরি হবে একটি ডিজিটাল ভোটিং প্ল্যাটফর্ম। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে প্রবাসীরা প্রথমবারের মতো দেশের নির্বাচনে ভোট দিতে পারবেন বলে আশা করছে নির্বাচন কমিশন।ভোরের আকাশ/মো.আ.
১২ আগস্ট ২০২৫ ১১:২৫ এএম
কুয়েতে পানির ট্যাঙ্কে বিস্ফোরণে ৩ প্রবাসী শ্রমিক নিহত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মিনা আবদুল্লাহ বন্দরে একটি পানির ট্যাঙ্কে বিস্ফোরণে অন্তত তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ওই বন্দরে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। কুয়েতের আরবি ভাষার দৈনিক আল-আনবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, মিনা আবদুল্লাহ বন্দরে রাসায়নিক ব্যবহার করে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। তবে এই বিদেশি শ্রমিকরা কোন দেশের নাগরিক তা জানায়নি কুয়েতি কর্তৃপক্ষ।দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-আনবার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের শ্রমিকরা ট্যাঙ্কটি রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করছিলেন। ওই সময় সূর্যের প্রচণ্ড তাপের রাসায়নিকের বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় শ্রমিকরা ট্যাঙ্কের ভেতরেই ছিলেন। যে কারণে তাদের উদ্ধারের কোনও সুযোগ পাওয়া যায়নি। পরে বিস্ফোরণের খবর পেয়ে কুয়েতের জরুরি পুলিশ টহল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এছাড়াও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ।গণমাধ্যমটি আরও জানায়, প্রাথমিক তদন্তে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার রাসায়নিক ও উচ্চ তাপমাত্রার সংমিশ্রণে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে। তবে বিস্ফোরণে নিহতরা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ভোরের আকাশ/এসএইচ
০৬ আগস্ট ২০২৫ ০৮:১৭ এএম
সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে এসব প্রবাসীদের গ্রেফতার করা হয়।রোববার (৩ আগস্ট) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২২ হাজার ১৪৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৭২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪০ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৮১৬ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৩৬ শতাংশ, ইথিওপিয়ান ৬২ শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২০ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২১ হাজার ১৪৩ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৮ হাজার ৩২৬ জন পুরুষ এবং দুই হাজার ৮১৭ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ৫৬৯ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।এর পাশাপাশি আরও ৩ হাজার ৫৬৬ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে গ্রেপ্তারকৃত ১০ হাজার ৮২০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে। প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।ভোরের আকাশ/এসএইচ