৫ বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৮:৩৪ পিএম
ছবি: ভোরের আকাশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে আঠারবাড়ী আঞ্চলিক সড়কের নয়শিমুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি। ফলে জনসাধারণের চলাচলের পাশাপাশি দূরপাল্লার যানবাহন ও হাসপাতালগামী রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘তাহের ব্রাদার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে ১২ কি:মি: কাজ শেষ হলেও, ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত ২ কিমি এবং সোহাগী বাজার রেলক্রসিং থেকে বগাপুতা পর্যন্ত ১ কিমি রাস্তার কাজ গত ৪ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ৩ কিমি এই সড়ক বর্তমানে অসংখ্য গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছে, যা সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য।
এছাড়াও ঈশ্বরগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন জানান, রাস্তার বেহাল অবস্থার কারনে হাসপাতালে রোগীর উপস্থিতির হার কমেছে শতকরা ৩৫ ভাগ। আগে প্রতিদিন গড়ে ৫ শতাধিক রোগী হাসপাতালে চিতিৎসা সেবা নিতে আসতো। রাস্তার বর্তমান দুরাবস্থার কারনে রোগীর উপস্থিতির সংখ্যা কমে ৩ শতাধিকে দাঁড়িয়েছে।
মানববন্ধনে অংশ নিয়ে সাত দিনের আল্টিমেটাম ও হুঁশিয়ারি দিয়ে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবীর শাহীন বলেন, ঈশ্বরগঞ্জ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তাটি এতটাই বেহাল যে, কোনো পরিবহন রোগী নিতে চায় না। আমরা আগামী ৭ দিনের মধ্যে কাজ শুরুর দাবি জানাচ্ছি, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।
ঈশ্বরগঞ্জ সওজ-এর উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, সড়কের ভূমি অধিগ্রহণের ৮ ধারা কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে রাস্তা সংস্কারের জোর দাবি জানান।
ভোরের আকাশ/জাআ