নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫ ০৩:১০ পিএম
নিয়ামতপুরে যুবশক্তির ঈদ পুনর্মিলনী
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এনসিপি ও জাতীয় যুবশক্তির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়ন থেকে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা এই মিলনমেলায় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ। তিনি ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বলেন,নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে তৃণমূলই হবে আমাদের প্রধান শক্তি। রাজনীতির নতুন বন্দোবস্তের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
নিশাত আহমেদ আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে যুবসমাজের দায়িত্ববোধ ও সংগঠনের শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার আহ্বান জানান।
ভোরের আকাশ/আজাসা