সংগৃহীত ছবি
মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় বুধবার কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচাল করতে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনৈতিক নিষ্ক্রমণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক গণ পদযাত্রার আয়োজন করা হয়।বুধবার (১৬ জুলাই) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।ছবি : ভোরের আকাশপদযাত্রায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, শিল্প-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক ইমরান খান রাছেল, সদস্য ইঞ্জিনিয়ার নিজামউদ্দীন, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সহ-সভাপতি ইয়ার হোসেন রিপন ও ফোরকান হোসেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম রাসেল, এবং জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।ছবি : ভোরের আকাশনেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যেতে হলে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করা ও একটি কার্যকর রাষ্ট্র সংস্কার আজ সময়ের দাবি। গণঅধিকার পরিষদ বরাবরই মানবাধিকারের পক্ষে কথা বলে আসছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসএইচ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডঃ আতিক মোজাহিদের নেতৃত্বে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ-মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। কলেজ মোড় দোয়েল চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন ডঃ আতিক মুজাহিদ, মুকুল মিয়া, মাহমুদুল হাসান জুয়েল ও মাসুম মিয়া প্রমুখ। ভোরের আকাশ/এসএইচ
জুলাই শহীদ দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা হয়।কাপাসিয়ার কৃতিসন্তান শহীদ জাকির হোসেনের স্ত্রী জান্নাতুন নাঈম এর উপস্থিতিতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর গাজীপুরের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ শেফাউল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মাহফুজুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ রাশেদ ও সাজিদ প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালে জুলাই আন্দোলনে ১৬ তারিখে রংপুরের আবু সাঈদের আত্মত্যাগের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য ও উদ্দেশ্য যেন ব্যর্থ হয়ে না যায়। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র জনতা যেভাবে ভূমিকা রেখেছে, তা আমাদের স্মরণ রেখে শিক্ষা নিতে হবে। দেশ জাতি ও সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে। তা স্বীকার করে আমাদের জাতী গঠনে ভূমিকা রাখতে হবে বলে বক্তারা তাগাদা দেন। জুলাই আন্দোলনে কাপাসিয়ায় ৩ জন যোদ্ধা শহীদ হয়েছেন। উত্তরার আব্দুল্লাহপুরে শহীদ জাকির হোসেনের স্ত্রী জান্নাতুন নাঈম তার আবেগঘন বক্তব্য দিয়েছেন।কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য যেন আর কোন আন্দোলন না করতে হয়। কাউকে যেন এমন ভাবে বিধবা হতে না হয়। যে উদ্দেশ্যে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছেন, সে উদ্দেশ্য যেন সফল হয়। বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের উপস্থিতিতে সভায় বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে সহায়ক ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানানো হয়। ভোরের আকাশ/এসএইচ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও সমাবেশে হামলার জেরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রের এ তথ্য জানা গেছে। এর মধ্যে দুজন হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮।গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। এছাড়া আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অস্ত্রোপচার চলছে।এরআগে, আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির পদযাত্রা শেষে সমাবেশ চলাকালীন হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ এনসিপির। হামলাকারীরা সমাবেশস্থলে ঢুকে মঞ্চ ভাঙচুর করে, সাউন্ড সিস্টেম ও চেয়ার-টেবিল ছুড়ে ফেলে দেয় এবং নেতাকর্মীদের মারধর করে।এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, ফলে মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির গাড়িবহরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।এ ঘটনায় গোটা গোপালগঞ্জ শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।ভোরের আকাশ/এসএইচ