নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৬:০৮ এএম
গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলা, আটক ২
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রোববার (৪ মে) রাতে তাদের আটক করা হয়।
জিএমপি কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন—মো. নিজাম উদ্দিন এবং মাসুম আহমদ (দিপু)। পুলিশ জানায়, নিজাম উদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা এবং মাসুম কাশিমপুর থানার 'শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ' নামের একটি সংগঠনের সভাপতি।
এর আগে, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়ে আসে এবং গাড়ির কাচ ভেঙে ফেলে। এতে হাত রক্তাক্ত হন হাসনাত।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা করেছে। গাড়ির কাচ ভেঙেছে, হাত রক্তাক্ত। যারা কাছাকাছি আছেন, দয়া করে হাসনাতকে রক্ষা করুন।”
হামলার পর আহত হাসনাত আব্দুল্লাহকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে ঘটনার প্রতিবাদে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় এখনও পরিষ্কার নয় কারা বা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
ভোরের আকাশ//র.ন