ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৫:১৭ পিএম
তারেক রহমান দেশে ফিরবেন, সব ধোঁয়াশা কেটে যাবে: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
খুব অল্প সময়ে মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন। সব ধোঁয়াশা কেটে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কালো মেঘ দূর হবে, ঘাতকের বিচার হবে, দেশের পাচার হওয়া টাকাগুলো ফেরত আসবে। আমরা মনে করি আগামীকাল ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলোচনা হবে সেখান থেকেই এই বার্তাটুক বাংলাদেশের মানুষ পাবে। আমরা বলবো এটি শীর্ষ নেতাদের একটি বৈঠক।
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আরএস রেস্টুরেন্টে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
জাহিদ বলেন, যাঁরা আন্দোলনে শহীদ হয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা তো তাঁদের পাশে দাঁড়াতে পারি। সেই নির্দেশনা সব সময় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে রেখেছেন। তাঁদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে। আপনারা সব সময় মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায়নি, বিএনপি পালিয়ে যায়নি। বহু নির্যাতন-নিপীড়ন সহ্য করেছে। ১৯৯১ সালে বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন দিয়ে সংসদে পাঠিয়েছেন। বেগম খালেদা জিয়া দেশের জনগণকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপি মনে করে, দলের চেয়ে দেশ বড়। এ জন্য দেশের মানুষ বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বিএনপি জনগণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথ থেকে সরে আসবে না। যখন দেখব গণতন্ত্র ফিরেছে, তখনই বিএনপি রাজপথ ছাড়বে। গণতন্ত্রের পক্ষে হবে আগামীর বাংলাদেশ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
ভোরের আকাশ/এসএইচ