ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫ ১২:৫৯ পিএম
বগুড়ায় চিকিৎসাসেবা দিলেন ডা. জুবাইদা
শ্বশুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বগুড়ায় চিকিৎসাসেবা ও হৃদরোগীদের পরামর্শ দিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। গতকাল শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের দত্তবাড়ী অ্যাজমা কেয়ার সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে হৃদরোগীদের মাঝে চিকিৎসাসেবা ও হৃদরোগ প্রতিরোধমূলক পরামর্শ প্রদান করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। সময়মতো ব্যবস্থা নিলে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। এদিন বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ৭টায় শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে শহরের দত্তবাড়ী অ্যাজমা কেয়ার সেন্টারে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলার সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. আজফারুল হাবিব রোজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা মাফতুন আহম্মেদ খান রুবেল, মীর শাহে আলম, শহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার প্রমুখ।
বাদ জুমা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করে জেলা বিএনপি।
এ ছাড়া দুপুর ২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
ভোরের আকাশ/এসএইচ