চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতকানিয়া উপজেলার বাহাদিরপাড়া এলাকার মো. ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) এবং করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। তারা তিনজনই এক মোটরসাইকেলে ভ্রমণ করছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “সিকদারদিঘী এলাকায় পাশের সড়ক থেকে একটি অটোরিকশা মূল মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় কক্সবাজারমুখী একটি ট্রাক সেখানে পৌঁছালে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
গাজীপুরের কাপাসিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে "সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী একযোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেশব্যাপী প্রচার করা হয়। এতে কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা, শহীদ পরিবার, আহত যোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিনিধিগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিতি ছিলেন।অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন যোদ্ধা শামিমা আক্তার শিমু, শহীদ জাকিরের স্ত্রী জান্নাতুন নাঈম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সার্বিক ব্যবস্থাপনায় এবং বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি চেয়ারম্যান ও বিএনপি নেতা সেলিম হোসেন আরজু, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা প্রমুখ।জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে উপস্থিত সকলে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ, সাংস্কৃতিক পর্বে গান ও কবিতা আবৃত্তি, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন, সমাজসেবা কার্যালয়ের সুবিধাভোগী ৬ টি এতিমখানা মাদরাসাকে অনুদানের চেক প্রদান করা হয়।এছাড়া 'স্বেচ্ছাসেবী মহিলা সমিতি' এবং ভিডব্লিউবি ও 'মা ও শিশু সহায়তা' কর্মসূচির উপকারভোগীদের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক অগ্নিকান্ড, কালবৈশাখী ঝড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে সুনামগঞ্জে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়েছে।শনিবার (২৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়।সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য, উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউ টিন ও তিন হাজার টাকার চেক দেওয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। এই খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।বেশিরভাগ ইয়ার্ড এখনও নিয়মনীতি অনুসরণ করতে পারেনি জানিয়ে তিনি আরও বলেন, বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে।ভোরের আকাশ/এসএইচ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ও আর্থিক স্বচ্ছলতার লক্ষণীয় অগ্রগতি দেখা যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের ধারাবাহিক কার্যক্রমের ফলে এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।জানা গেছে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ, নবাবগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে ৩১৫টি সাওতাল ও তুরী পরিবারসহ প্রায় ৩ হাজার প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নে ‘সাসটেইনেবল লাইভলিহুডস ডেভেলপমেন্ট অব দ্য এক্সট্রিম পুওর কমিউনিটিজ (সাপোর্ট)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।প্রকল্পটির আওতায় আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, নগদ সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, নারীভিত্তিক স্বনির্ভর দল গঠন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত ১২১টি নারীগ্রুপ গঠিত হয়েছে, যারা সঞ্চয় করছে, সুদবিহীন ঋণ গ্রহণ করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাদ্য ব্যাংক পরিচালনা করছে।প্রকল্প ব্যবস্থাপক কাজল কুমার বসাক জানান, এই প্রকল্প শুধু অর্থনৈতিক উন্নয়নের নয়, বরং প্রান্তিক জনগণের অধিকার সচেতনতা ও সংগঠিত হওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য গবাদিপশু পালন, হাঁস-মুরগি ও সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।ইসলামিক রিলিফের অ্যাডভোকেসি ও যোগাযোগ সমন্বয়কারী সফিউল আযম বলেন, ১৯৯১ সাল থেকে বাংলাদেশে কাজ করছে ইসলামিক রিলিফ। সকল শ্রেণির মানুষের মর্যাদা ও উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।স্থানীয় কিছু উপকারভোগী জানিয়েছেন, প্রশিক্ষণ ও সহায়তার ফলে তারা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। যেমন-রঘুনাথপুর গ্রামের সাওতাল সনমনি কিসকু বলেন, এককালীন আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে তিনি গবাদিপশু পালন শুরু করেছেন এবং বর্তমানে সংসার চালাতে সক্ষম হয়েছেন।একই গ্রামের আরেক নারী, আরতি কিসকু জানান, প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসা শুরু করে তিনি এখন একটি মুদি দোকান পরিচালনা করছেন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগেও যুক্ত হচ্ছেন।দলনেত্রী বিলকিস খাতুন বলেন, নেতৃত্ব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে। আগে যারা বিভিন্ন সেবার সুযোগ সম্পর্কে জানতেন না, এখন তারা সেবাগুলো গ্রহণ করতে পারছেন এবং নিজেদের প্রয়োজনীয় দাবি উত্থাপন করতে পারছেন। শিক্ষাক্ষেত্রেও প্রকল্পটির কিছু উদ্যোগ রয়েছে।রঘুনাথপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন নাহার নিপা জানান, বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে কিশোরীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ছে। পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও অধিকার বিষয়ে প্রশিক্ষণের ফলে বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিষয়ে তারা সচেতন হয়েছেন।স্থানীয় জনপ্রতিনিধি বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, প্রান্তিক জনগণের উন্নয়নে ইসলামিক রিলিফের কার্যক্রম একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই মডেল অন্য সংস্থাগুলোর জন্য অনুসরণযোগ্য। প্রকল্পটির আওতায় জলবায়ু সহনশীল কৃষি, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, প্রতিবন্ধীদের সহায়তা, কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং স্কুলভিত্তিক স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে নবাবগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন মাত্রায় উপকৃত হচ্ছে বলে অনেকেই মনে করছেন। তবে দীর্ঘমেয়াদে এই পরিবর্তন টেকসই রাখতে সরকারি ও স্থানীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করা প্রয়োজন বলে বিশ্লেষকদের অভিমত।ভোরের আকাশ/এসএইচ