পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৬:০৮ পিএম
পিরোজপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১ জুন) দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ মোস্তফা কামাল।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রানা মিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
ভোরের আকাশ/এসএইচ