সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ০৭:৫৭ পিএম
ছবি: ভোরের আকাশ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) যেন কোনো ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি প্রবেশ করতে না পারে, এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জের ঝিলমিল অডিটোরিয়ামে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘
তিনি বলেন, ‘তোমরা এখনও খুব কম সংখ্যক শিক্ষার্থী। তাই এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারো, এই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও নিয়ম কেমন হবে। লেজুড়বৃত্তিক রাজনীতি যেন এখানে ঢুকতে না পারে, সে বিষয়ে তোমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’
অধ্যাপক সাইদুর রহমান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতেই হবে, এমন কোনো কথা নেই। উন্নত দেশগুলোতে এমন রাজনীতি নেই, পাশের দেশগুলোতেও নেই। আশা করি, এই বিষয়টি থেকে মুক্ত থাকার ব্যাপারে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক শান্তা রাণী সাহা।
বিশেষ অতিথি ছিলেন ডিন অধ্যাপক ড. হারুণ অর রশিদ, প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
ওরিয়েন্টেশনের আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভোরের আকাশ/জাআ