ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৬:১৬ পিএম
ঘোড়াঘাটে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা কমিটির আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রানীগঞ্জ বাজারের পাঁচমাথা মোড়ে নবগঠিত উপজেলা কমিটির সভাপতি খন্দকার রুহুল আমিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আব্দুল হাকিম দুলু,সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.সারোয়ার হোসেন।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, সিংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, আমরা বিভাজনের রাজনীতি চাইনা। ঘোড়াঘাট শ্রমিক দল নিয়ে অনেকের ভিন্নমত থাকতে পারে, যেহেতু শ্রমিক দলের কমিটি বহাল বিধায় শ্রমিক দলের সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষের সাথে কাজ করে ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাতকে শক্তিশালী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো.সাহাব্বর হোসেন মন্ডল, সহ-সভাপতি মো.আতাউর রহমান ,নঈম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মোতালেব হোসেন তালো, মো.শাহাজাহান আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, মো. হুমায়ুন কবির চৌধুরী, মো. ফরিদ হোসেন, যুবনেতা সজীব প্রধান প্রমুখ।
অনুষ্ঠান উপজেলা শ্রমিক দলের সভাপতি খন্দকার মো. রুহুল আমিন মিঠু উপজেলার ৪ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে বলেন, অতিদ্রুত ইউনিয়ন গুলোতে নতুন কমিটি গঠন করা হবে।
ভোরের আকাশ/আজাসা