টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ০৪:০৬ পিএম
ছবি: ভোরের আকাশ
"সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ" এই স্লোগান কে সামনে নিয়ে টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা দুদক এই এই গণশুনানির আয়োজনে করে।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
এ সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের সাথে সরাসরি কথা বলার জন্যই গণশুনানির এ আয়োজন। বর্তমানে দুর্নীতি করে কেউ রেহাই পাবেনা বলেও মন্তব্য করেন তিনি।
গণশুনানিতে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, আর্থিক প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের নানা অভিযোগ সরাসরি শোনা হয়। একই সাথে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের পাশাপাশি অনেক অভিযোগের নিষ্পত্তি করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল কবীর ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসাীয় মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে এরই মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয় দুদকের পক্ষ থেকে।
উল্লেখ্য,সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই ওই গণশুনানির মূল অভিপ্রায়।