ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৯:২৯ পিএম
নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে সোহেল মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর চৌধুরী ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল গ্রামের অবিদ মিয়ার ছেলে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্য পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহেল মিয়া নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের চৌধুরী ভিলা সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
গাছের কাঠ ভর্তি নসিমনের ভিতরে মোটরসাইকেলসহ চালক ঢুকে যায়। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই সোহেল মিয়া মৃত্যুবরণ করেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নবীনগর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। নসিমনের ড্রাইভার পালিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ