পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৫:০৯ পিএম
প্রতীকী ছবি
পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ সিহাব খলিফা (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে পিরোজপুর সদর উপজেলার পাড়ের হাট সড়কের বড়পুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিহাব খলিফা ইন্দুরকানি উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাদশা খলিফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক সিহাব তার বাড়ি ইন্দুরকানী থেকে পিরোজপুর শহরে আসার পথে পাড়ের হাট সড়কের বড়পুল থেকে নামার সময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সিহাব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে কত্যর্বরত চিকিৎসক গুরুত্বর আহত শিহাবকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে শিহাবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তবে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, পাড়ের হাট সড়কের বড়পুল নামক এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সিহাব খলিফা নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/আজাসা