টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী আবুল হোসেন (৬৫) কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিম আবাদ স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতি থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি এলেঙ্গার দিকে যাওয়ার পথে হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেল ও চালককে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার লাশ নিয়ে গেছে। নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে। ভোরের আকাশ/মো.আ.
০৯ আগস্ট ২০২৫ ১১:৫৯ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫
ব্রাহ্মণবাড়িয়ায় ২টি মোটরসাইকেল ও ১টি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৫ আরোহী নিহত হয়েছেন।রোববার (৩ আগস্ট) বিকেলে জেলার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ভোরের আকাশকে জানান, বিকেলে ওই স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ৫ জন আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
০৩ আগস্ট ২০২৫ ০৯:০৬ পিএম
ঝিনাইদহে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা লালচান নামে আরেক আরোহী আহত হয়েছে।বুধবার (২৩ জুলাই) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুরের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরবা এলাকায় পৌঁছালে একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটচাঁদপুরগামী আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে রুহুল আমিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুলাই ২০২৫ ০১:১০ পিএম
শেরপুরে মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন
শেরপুর সদরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।রবিবার (১৫ জুন) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫০) সদরের ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যায়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময় এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহতের ভাতিজা শহিদুল ইসলাম জানান, আমার চাচা কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে এসেছে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে, এখন এই সংসারটা কিভাবে চলবো। আমার চাচাকে অন্যায়ভাবে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাদের বাঁধা দেয়৷ যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। সেইসাথে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচলে কোন ভোগান্তি হচ্ছে না। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভোরের আকাশ/আজাসা
১৫ জুন ২০২৫ ০৪:২১ পিএম
পিরোজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
পিরোজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ সিহাব খলিফা (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে পিরোজপুর সদর উপজেলার পাড়ের হাট সড়কের বড়পুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত সিহাব খলিফা ইন্দুরকানি উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাদশা খলিফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক সিহাব তার বাড়ি ইন্দুরকানী থেকে পিরোজপুর শহরে আসার পথে পাড়ের হাট সড়কের বড়পুল থেকে নামার সময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সিহাব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে কত্যর্বরত চিকিৎসক গুরুত্বর আহত শিহাবকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে শিহাবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল তবে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, পাড়ের হাট সড়কের বড়পুল নামক এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সিহাব খলিফা নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/আজাসা
১৪ জুন ২০২৫ ০৫:০৯ পিএম
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মুসা (২৫) ও রাজু (১৮) গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিতলা-কয়রাডাঙ্গা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইখলাস হোসেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। সম্প্রতি চার মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি চিৎলার দিক থেকে ভাইলাইপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইখলাসের মৃত্যু হয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে আলমডাঙ্গা থানা পুলিশ।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত দু’জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ থানা হেফাজতে রয়েছে।ভোরের আকাশ/এসএইচভোরের আকাশ/হ.র