গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০২:০৮ পিএম
ছবি-ভোরের আকাশ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে ২৪০ লিটার চোলাই মদসহ ৩ জন আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি বাদশা আলম।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন এলাকা থেকে এসব চোলাইমদসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার মৃত ভোলাতনের ছেলে চিচুয়া রাম (৬০), চিচুয়া রামের ছেলে ছেলে শ্রী সুনিল বাবু (২০) ও একই এলাকার মৃত শংকরের ছেলে বিনেশ চন্দ্র (৩১)
সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ক্যাপ্টেন রুবায়েত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্বপার্শ্বে অভিযান পরিচালনা করি। এ সময় মাদক বিক্রির সাথে জড়িত থাকায় ওইসব মদসহ হাতানাতে ৩জন আটক করা হয়।
তিনি বলেন, সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায়। আটককৃত মদসহ তিনজনকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে জানান তিনি।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, আটক তিন জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ