সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৮:৪৬ পিএম
সাতকানিয়ায় ২ ইটভাটাকে দুই লাখ জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে দুই ইট ভাটার ম্যানেজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছনখোলা চূড়ামণি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
জরিমানা প্রদানকারী দুই ম্যানেজার হলেন- এইচ.এ.বি’র ম্যানেজার রাবেত ইসলাম (৩৮) ও এম.বি.এফ’র মানিক দেবনাথ (৩৬)।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নে ছনখোলায় পাহাড়ি টিলার মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। এর প্রেক্ষিতে এইচ.এ.বি ও এম.বি.এফ নামক ইটভাটায় অভিযান চালালে এর সত্যতা পাওয়া যায়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় দুই ইটভাটার দুই ম্যানজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস। এতে থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।
এসি ল্যান্ড ফারিস্তা করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসআই