ময়মনসিংহ প্রতিনিধি: জাহাঙ্গীর আলম
প্রকাশ : ২০ জুন ২০২৫ ০৫:২৯ এএম
ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি ধনু ৫ দিনের রিমান্ডে
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর (৬০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শেষে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান।
তিনি জানান, রিমান্ড শুনানির সময় আসামিপক্ষের কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যাকাণ্ডে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের দায়ের করা একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৫ মে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন মোহাম্মদ আরিফ (১৮)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। গ্রেফতার হওয়া ধনু এ মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।