মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৪:৫২ পিএম
মানিকগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণ দাবি
মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাই আলহাজ্ব আব্দুল হালিম দাখিল মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলীর বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় সরুপাই বাজারে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সুপার ইউসুফ আলী দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে আসছেন। সম্প্রতি দুই শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ইউসুফ আলীর অপসারণ এবং আইনি ব্যবস্থার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীরা যদি শিক্ষকের হাতে নির্যাতনের শিকার হয়, তাহলে তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এর বিচার চাই।’
নার্গিস বেগম নামে একজন অভিভাবক বলেন, ‘আমার সন্তান ভয় পেয়ে এখন মাদ্রাসায় যেতে চায় না।’
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সুপার ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, ‘আমি একটু শাসন করেছি। এত ব্যাখ্যা দিতে পারব না। সরি।’
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসী ও অভিভাবকেরা মনে করছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
ভোরের আকাশ/জাআ