ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৬:৪০ পিএম
সংগৃহীত ছবি
আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের ১৬৫টি উপজেলায় এবং বান্দরবান ও কক্সবাজারের সব উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সোমবার (৪ আগস্ট) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়’ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. পোদ্দার বলেন, ‘সরকার ইতিমধ্যে দুটি প্রকল্পের আওতায় স্কুল ফিডিং কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে। লক্ষ্য হচ্ছে, চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং পুষ্টি নিশ্চিত করা। এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাও নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় সমতা আনতে সরকার সচেষ্ট। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য মাঠপর্যায়ে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। এই উদ্যোগগুলো শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রধান শিক্ষক সংকট বিষয়ে এক প্রশ্নের উত্তরে ডা. বিধান রঞ্জন পোদ্দার জানান, দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির একটি মামলার কারণে পদায়ন প্রক্রিয়া থেমে আছে। তবে মামলাটি নিষ্পত্তির পথে রয়েছে। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধান হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ঘাটতি অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, ‘এছাড়াও উপজেলা পর্যায়ে সরকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) পদে কিছু সংকট থাকলেও সেটি নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর এখন মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে।’
সভায় রংপুর জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। তারা শিক্ষা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন।
বক্তব্যে শিক্ষার টেকসই উন্নয়নে স্থানীয় প্রশাসন ও শিক্ষক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা ডা. পোদ্দার।
ভোরের আকাশ/এসএইচ