সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ০৯:৫১ পিএম
প্রতীকী ছবি
সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাবিত (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে পৌর শহরের মল্লিকপুর এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে আরও কয়েকজন যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র।
এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যস্থলে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় কলেজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের স্বজন তামিম বলেন, সাবিতসহ আরও চার-পাঁচ জন বিকালে আমরা গোসল করতে গিয়েছিলাম। আমরা যখন পুকুরের এপার থেকে ওপারে যাই তখন সবাই পৌঁছে গেলেও সাবিত অনেক পিছনে পড়ে যায়। পরে পুকুরের মধ্যখানে এসে সাবিত ডুবে যায়। পরে কয়েক মিনিট পেরিয়ে গেলে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং স্থানীয়দের জানাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসে। পানিতে তলিয়ে যাওয়ার ঘন্টাদেড়েক পর পুকুরের মধ্যখান থেকে তাকে উদ্ধার করা হয়। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, মঙ্গলবার বিকালে আরও কয়েকজন যুবকের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যখানে ডুবে যান তিনি। সাবিতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ