শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১১:১৭ এএম
সাবেক ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার
শেরপুরের নকলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলার আসামি, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ওরফে গেন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) সন্ধায় তাকে চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করে নকলা থানায় নেয়া হয়। পরে শেরপুর সদর থানায় তাকে হস্তান্তর করা হয়। তিনি আওয়ামী সরকারের আস্থাভাজন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলামের ছোট ভাই এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছের মানুষ বলে পরিচিত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেন্দু চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নকলা উপজেলা সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরুজ্জামান গেন্দু ছাত্র আন্দোলন দমনে সহিংস ভূমিকা রেখেছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
ভোরের আকাশ/আজাসা