দিলীপ মজুমদার, কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৩:৪২ পিএম
ফাইল ছবি
কুমিল্লার বরুড়ায় শিশু ও এক কিশোরীকে ধর্ষণের পৃথক ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রাম ও বরুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামে পৃথক ঘটনা দুটি ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে এনামুল হক এনাম (২১), ও উপজেলার পৌর এলাকাধীন ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২৪)। শনিবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামে আট বছরের এক শিশুকে পার্শ্ববর্তী ধানের জমিতে নিয়ে ভয় দেখিয়ে সম্প্রতি ধর্ষণ করেন একই এলাকার নুরুল ইসলামের ছেলে এনামুল হক এনাম।
এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে ধর্ষণ করেছে মর্মে পরিবারকে অবহিত করেন। ঐদিনে পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত এনামুল হক এনামকে গ্রেফতার করে।
অপর ঘটনায় মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বরুড়া উপজেলার পৌর এলাকাধীন ৭নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২৪) সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বড্ডা পাড়া গ্রামের এক কিশোরীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
এক পর্যায়ে তোফাজ্জল হোসেন হৃদয় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তিন দিন যাবত আটক রেখে ধর্ষণ করে। পরে ওই কিশোরীকে বিয়ে না করে তাড়িয়ে দেয় তোফাজ্জল। এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তোফাজ্জল হোসেন হৃদয়কে গ্রেফতার করে।
এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, আমরা পৃথক দুই ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। ধর্ষিতাদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ও গ্রেফতার কৃতদের আদালতে চালান দেয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ