কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (২৯ জুন) কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর বিষয়ে করা এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারি আইনজীবী মীর একেএম নুরুন্নবী।হাইকোর্টের আদেশে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী ১৪ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। সেদিন প্রতিবেদন জানাতে হবে পুলিশকে। এদিকে কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ জুন রাত ৮ টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী ওরফে ফজর (৩৬) একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন। পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।এতে আরও জানানো হয়, এই ঘটনায় ইতোমধ্যে মুরাদনগর থানা পুলিশ মূল অভিযুক্ত ফজর আলীকে (৩৬) গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তাছাড়া ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ‘খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না’ জানিয়ে নারীর ওপর পাশবিক নির্যাতন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন দলটির প্রধান নেতা।রোববার (২৯ জুন) নারী নির্যাতন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ করেন জামায়াত আমির।পোস্টে তিনি লিখেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে।তিনি আরও লিখেছেন, খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে।এদিকে এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে (৩৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারও আগে ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুন ২০২৫ ১১:৪৭ এএম
কুমিল্লায় আলোচিত ধর্ষণ মামলার মূলহোতা গ্রেফতার
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৯ জুন) ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফজর আলী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদের ছেলে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং আমরা প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি।মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফজর আলী রাতে ভুক্তভোগীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।গ্রেপ্তার ফজর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।ভোরের আকাশ/এসএইচ
২৯ জুন ২০২৫ ১০:১৫ এএম
ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণ, কর্মচারী আটক
ঢাকার কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত অভিযোগে রেলওয়ের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ।তিনি বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান।এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। পুলিশ সুপার আরও জানান, তাদের দুইজনকে বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে থানায় নামিয়ে দেওয়া হবে। পরের ট্রেনে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হবে। যেহেতু ঘটনাস্থল কমলাপুরে, তাই সেখানে মামলা করা হবে।ভোরের আকাশ/এসএইচ
২৫ জুন ২০২৫ ০৮:৩৭ পিএম
লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মো. সোহেল ও নুর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৩ জুন) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।এর আগে রোববার (২২ জুন) রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল ও করিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ ও এজহার সূত্রে জানা যায়, ২১ জুন গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে একটি বাড়িতে ৬ সদস্যের ডাকাতদল প্রবেশ করে। দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ডাকাতদল গৃহকর্তার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। একপর্যায়ে তারা গৃহবধূকে ধর্ষণ করে। এরমধ্যে দুইজনকে পরিবারের লোকজন চিনতে পারে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
২৩ জুন ২০২৫ ১০:১২ পিএম
শিবপুরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
নরসিংদীর শিবপুরের ব্রাহ্মন্দী গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় ধর্ষকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৯ জুন) রাতে শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- অভিযুক্ত ধর্ষক আব্দুল মান্নান (৫০) এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী হানিফা মেম্বার। তাদের বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০ বছর বয়সী বুদ্ধী প্রতিবন্ধী এক নারীকে প্রতিবেশী আব্দুল মান্নান ধর্ষণ করে।এ ঘটনা মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে বিজ্ঞাসাবাদ করলে সে আব্দুল মান্নান জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানায়।এলাকায় এ ঘটনা জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী হানিফা মেম্বার টাকার বিনিময়ে ধর্ষিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করে এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য হুমকি ধমকি দিতে থাকে।বিষয়টি মিমাংসা করে দেয়ার মিথ্যা আশস দিয়ে থানা ও কোর্ট কাচারিতে যাওয়া থেকে বিরত রাখে। পরে পরিবারের লোকজন বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক একটি মামলা রুজু করেন এবং আসামী গ্রেপ্তারে অভিযান পরিচালন করে অভিযুক্ত ধর্ষক আব্দুল মান্নান এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টাকারী হানিফা মেম্বারকে গ্রেপ্তার করে।ধর্ষণকারী আব্দুল মান্নান শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং হানিফা মেম্বার একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে বেশ কিছুদিন ঘটনাটি কেউ জানতে পারেনি। কিন্তু তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবারের সদস্যরা বিষয়টি টের পায়। পরে স্থানীয় এক মেম্বার হানিফা বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য পরিবারের উপর চাপ প্রয়োগ করে। চাপের কারণেও ৮/১০ দিন পরিবারের সদস্যরা কোথাও আইনী আশ্রয় নিতে পারেনি। পরে স্থানীয় একজনের সহযোগীতায় পরিবারের সদস্যের অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত মামলা নেই এবং আসামীদের গ্রেপ্তার করি।ভোরের আকাশ/জাআ
১৯ জুন ২০২৫ ০৪:০২ পিএম
কুড়িগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) বিকেলে কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তব্য দেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। দ্রুত মামলা এবং আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।স্থানীয়দের অভিযোগ, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনে। জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ঘটনায় বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে বাবা পালিয়ে গেছেন।ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়েছেছিলেন। আকুতি জানিয়ে বলেছিলেন, বাবা হয়ে আপনি কিভাবে আমার সঙ্গে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো। আমার সঙ্গে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার বিচার ও ফাঁসি চাই-বলেন মেয়েটি।কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুন ২০২৫ ০৫:০১ পিএম
শ্রীপুরে চাকরির প্রলোভনে এটিএম বুথে নারী শ্রমিককে ধর্ষণ
গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ডাচ-বাংলার এটিএম বুথের ভেতর কারখানার নারী শ্রমিকের সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হয় বুথের নিরাপত্তা প্রহরী। অবশ্য পরে নারী শ্রমিক থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।রোববার সকালে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজারের তালহা স্পিনিং মিলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। লিটন মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ওই এটিএম বুথে দায়িত্বরত আছেন।থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বুথ থেকে টাকা উঠানোর সূত্র ধরে ওই নারীর সঙ্গে পরিচয় লিটনের। ওই নারী স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করত। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নারীকে রোববার সকাল ৬টায় ডেকে আনে।বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন এই বলে লিটন মেয়েকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। আনুমানিক সকাল ১০টার দিকে এটিএম বুথে ভেতরে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়। নারীটি তার বাবাকে জানায়, প্রহরী তাকে ধর্ষণ করেছে। পরবর্তীতে লিটন সেখান থেকে পালিয়ে যায়।শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, ঘটনার পরপরই ভিকটিমের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।ফাস্ট সলিউশন লিমিটেডের বক্তব্য জানতে প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. হানিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি তা রিসিভি না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুন ২০২৫ ০৫:৫৪ পিএম
কুমিল্লায় শিশু ও কিশোরী ধর্ষণের পৃথক ঘটনায় গ্রেপ্তার ২
কুমিল্লার বরুড়ায় শিশু ও এক কিশোরীকে ধর্ষণের পৃথক ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রাম ও বরুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামে পৃথক ঘটনা দুটি ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে এনামুল হক এনাম (২১), ও উপজেলার পৌর এলাকাধীন ৭ নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২৪)। শনিবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামে আট বছরের এক শিশুকে পার্শ্ববর্তী ধানের জমিতে নিয়ে ভয় দেখিয়ে সম্প্রতি ধর্ষণ করেন একই এলাকার নুরুল ইসলামের ছেলে এনামুল হক এনাম।এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে ধর্ষণ করেছে মর্মে পরিবারকে অবহিত করেন। ঐদিনে পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত এনামুল হক এনামকে গ্রেফতার করে। অপর ঘটনায় মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বরুড়া উপজেলার পৌর এলাকাধীন ৭নং ওয়ার্ডের কাসেড্ডা গ্রামের মনির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন হৃদয় (২৪) সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বড্ডা পাড়া গ্রামের এক কিশোরীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।এক পর্যায়ে তোফাজ্জল হোসেন হৃদয় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তিন দিন যাবত আটক রেখে ধর্ষণ করে। পরে ওই কিশোরীকে বিয়ে না করে তাড়িয়ে দেয় তোফাজ্জল। এই ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তোফাজ্জল হোসেন হৃদয়কে গ্রেফতার করে।এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, আমরা পৃথক দুই ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। ধর্ষিতাদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ও গ্রেফতার কৃতদের আদালতে চালান দেয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ