ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ০৯:৩৯ পিএম
ছবি : ভোরের আকাশ
ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপুয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ সোমবার (২১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. বাকি বিল্লাহ'র পক্ষ থেকে অভিভাবকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্যাহ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বাকি বিল্লাহ'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, সাপ্তাহিক কলকণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান, হোপ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. আলমগীর কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আরেফিন।
সাপুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরুজ্জামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, সমাজসেবক ও শিক্ষানুরাগী দিদার মিয়াসহ অভিভাবকবৃন্দ। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবকদের হাতে ছাতা তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভিভাবকদের মধ্যে ছাতা বিতরণের এ কাজ আমার দেখা প্রথম। এর মধ্য দিয়ে বিদ্যালয়ের সভাপতি সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন। কারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়। তিনি অভিভাবকদের বিদ্যালয়ের সার্বিক কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। সবার সম্মিলিত প্রয়াসে সাপুয়া উচ্চ বিদ্যালয় উপজেলায় স্বনামধন্য বিদ্যাপীঠের স্থান ধরে রাখতে পারবে।
ভোরের আকাশ/এসএইচ