পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ০৭:২১ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল বৃহস্পতিবার।
এ উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ, নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে পুরো আয়োজন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দীর্ঘদিন পর এই সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্বের সূচনা হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। একজন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ ও উপজেলা বিএনপির সদস্য মোঃ নান্নু পঞ্চায়েত।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী: উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির মান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ সোহেল।
সাংগঠনিক সম্পাদক পদে লরছেন পাচ জন প্রার্থী। এদের মধ্যে যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তান হাফিজ, যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক হোসাইন, যুগ্ম আহ্বায়ক ডাঃ ইব্রাহিম বিশ্বাস, মোঃ হাই জোমাদ্দার উপজেলা তাতী দলের সাবেক আহ্বায়ক মোঃ জহির ইসলাম।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ দৈনিক ভোরের আকাশকে বলেন, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলন সফল করতে আমরা ইতোমধ্যে সকল সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছি।
উল্লেখ্য, এর আগে ২০০৯ সালের ১৭ নভেম্বর জিয়ানগর উপজেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ১৬ বছর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
ভোরের আকাশ/জাআ