পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১১ ঘন্টা আগে

আপডেট : ১১ ঘন্টা আগে

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। আহত ওই তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান।

আহত শিক্ষকরা হলেন, গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রাব্বানী, পদ্মা স. প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল হাসান ও চরটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান।

পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব নেছার আহমেদ বলেন, আমাদের এক শিক্ষকের সঙ্গে দুদিন আগে বাকবিতণ্ডা হয়েছিল শফিউল্লাহর। শুক্রবার সেই বিষয় নিয়ে সালিশি বৈঠকের নির্ধারিত তারিখ থাকায় আমরা উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ বাকি বিল্লাহর নেতৃত্বে ৮-১০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের সঙ্গে থাকা তিনজন সহকারী শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাদেরকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

অভিযোগ অস্বীকার করে বাকি বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থল হয়ে যাওয়ার পথে আ.লীগপন্থী শিক্ষকরা আমার ওপর হামলা করে। এ সময় আমার সঙ্গে হাতাহাতি হয়।
আহত শিক্ষক গোলাম রাব্বানী বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন বলেন, তিনজন শিক্ষকেরই অবস্থা মোটামুটি গুরুতর হওয়ায় এখনো চিকিৎসাধীন রাখা হয়েছে। 
পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনজন শিক্ষককে আহত অবস্থায় দেখতে পাই। পরে তাদের কাছ থেকে অভিযোগ শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সামান্য বাড়তে পারে তাপমাত্রা

সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সামান্য বাড়তে পারে তাপমাত্রা

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার

আখাউড়া দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা

আখাউড়া দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা

দিনাজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

দিনাজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

মন্তব্য করুন