নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫ ১১:২৫ পিএম
নেত্রকোনায় পানিতে ডুবে ২য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মাহমুদা নুর নিধি (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিধি মাসকা গ্রামের আলম মিয়ার মেয়ে এবং স্থানীয় মাসকা ইকরা বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ঘটনাটি য়বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার মাসকা গ্রামে।
শিশু নিধির অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিধি দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে নিধির দেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ভোরের আকাশ/হ.র