ওহাব আলী সরদার আর নেই
রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্র-সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আলহাজ ওহাব আলী সরদার মারা গেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীল খিলক্ষেতে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যহ গুণগ্রাহী রেখে গেছেন।
ওহাব আলী সরদার খিলক্ষেত এলাকার বটতলা সরদার মার্কেটের মালিক, বটতলা মসজিদের মোতাওয়াল্লী ও কুর্মিটোলা হাই স্কুলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। পরিবার জানিয়েছে, ওহাব আলী সরদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
সম্প্রতি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার রাতে হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়। এরপর মঙ্গলবার দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান। বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বাংলাদেশ বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ জুলাই) ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। পরিচালক, উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তর এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর ১ জন সদস্যসহ সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সদনপত্র বিতরণ করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/আজাসা
এভারেস্টজয়ী প্রয়াত বন্ধু সজল খালেদ স্মরণে এভারেস্ট বেস ক্যাম্প অভিযান করেছেন লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ।'যুদ্ধ নয় শান্তি চাই সবুজ বিশ্ব গড়তে চাই' স্লোগান নিয়ে তিনি এ অভিযান সম্পন্ন করেন।১৩ জুন বিকেল পৌনে ৩ টায় তিনি বেস ক্যাম্প পৌঁছান। এর আগে ৬ জুন সকালে নেপালের লুকলা থেকে বেস ক্যাম্পের উদ্দেশে ট্রেকিং শুরু করেন। অষ্টম দিনের মাথায় তিনি পৌঁছান পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প (৫,৩৬৪ মিটার)।গাজী মুনছুর আজিজ বলেন, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে যারা এ অভিযানে সম্পৃক্ত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ও বাংলাদেশে পর্বতারোহণের স্বপদ্রষ্টা ইনাম আল হকের প্রতি এবং বিএমটিসি ক্লাবের সবার প্রতি।এ ছাড়া ধন্যবাদ অল্টিচিউড হান্টারের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আহমেদ তমালের প্রতি; তার সার্বিক সহযোগিতায় এ অভিযান সফলভাবে সম্পন্ন করি।গাজী মুনছুর আজিজ বলেন, আমরা একটি যুদ্ধমুক্ত পৃথিবী দেখতে চাই, যেখানে বোমার আঘাতে একটি শিশুও মারা যাবে না। এ ছাড়া একটা দূষণমুক্ত বিশ্ব গড়তে চাই, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে নির্মল আনন্দে। আর এসব বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে এভারেস্ট বেস ক্যাম্পেরমতো গুরুত্বপূর্ণ স্থানকে বেছে নিয়েছি।আজিজ আরও বলেন, ২০১৩ সালের ২০ মে এভারেস্ট জয় করে নামার পথে সজল মারা যান। এখন বাংলাদেশের অনেকেই এভারেস্ট জয় করেছেন, সবাই তাদের গল্প শুনছেন। আমি মনে করি তাদের সঙ্গে সজলের গল্পটাও মানুষ জানুক। সেজন্যই তাকে স্মরণ করে আমার এ অভিযান।এ ছাড়া ২০০৭ সালে ইনাম আল হকের পরিকল্পনায় এবং সজলের উদ্যোগে কক্সবাজারের মেরিন ড্রাইভে দেশে প্রথমবারের মতো বাংলা ম্যারাথন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৯ ও ২০১০ সালেও সজলের উদ্যোগে ম্যারাথন হয়। সজল মারা যাওয়ার পর আর বাংলা ম্যারাথন হয়নি।এরপর সজলকে স্মরণ করে ২০১৭ সাল থেকে প্রতি বছর মেরিন ড্রাইভে আমি একক ম্যারাথন করে আসছি। এখন বাংলাদেশে প্রচুর ম্যারাথন প্রতিযোগিতা হচ্ছে। আমি মনে করি ম্যারাথনের শুরুর গল্পটাও মানুষ জানুক।সজল চেয়েছেন ম্যারাথনের মাধ্যমে কক্সবাজারসহ বাংলাদেশের পর্যটনকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলা এবং একই সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা দেয়া।উলেখ্য, লেখক ও গবেষক গাজী মুনছুর আজিজ বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য। ভ্রমণ বিষয়ে তার বেশ ক'টি বই বের হয়েছে। গত একুশে বইমেলায় বের হয়েছে তার ভ্রমণবিষয়ক বই 'পাখির খোঁজে বাংলাজুড়ে'। বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতা, সাইকেল অভিযানসহ নিয়মিত ভ্রমণ ও অভিযানে বের হন। এ ছাড়া পরিবেশ সচেতনতায় গাছ লাগানোসহ নিয়মিত বিভিন্ন কার্যক্রম করে থাকেন। ভোরের আকাশ/জাআ
এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রশীদ মিয়ার সভাপতিত্বে এলজিইডিতে মাঠপর্যায়ে কাজ বাস্তবায়নের ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) এলজিইডি সদর দপ্তরে সারাদেশে এলজিইডির মাঠপর্যায়ে কাজ বাস্তবায়নের ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত।সভাপতির বক্তব্যে মোঃ আব্দুর রশীদ মিয়া বলেন, যথাসময়ে কাজ বাস্তবায়ন করতে হবে। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই চলমান সকল প্রকল্পের কাজ সমাপ্ত করতে হবে। কাজ বাস্তবায়নে কোন প্রকার সময় ক্ষেপন করা যাবে না। সভায় এলজিইডির বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌলশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণও উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/এসআই
রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্র-সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আলহাজ ওহাব আলী সরদার মারা গেছেন।মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীল খিলক্ষেতে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যহ গুণগ্রাহী রেখে গেছেন।ওহাব আলী সরদার খিলক্ষেত এলাকার বটতলা সরদার মার্কেটের মালিক, বটতলা মসজিদের মোতাওয়াল্লী ও কুর্মিটোলা হাই স্কুলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। পরিবার জানিয়েছে, ওহাব আলী সরদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।সম্প্রতি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার রাতে হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়। এরপর মঙ্গলবার দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান। বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হয়।ভোরের আকাশ/এসএইচ