নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০৫:১৮ এএম
ঐকমত্যে পৌঁছালে ৫ আগস্টে ঘোষণা আসতে পারে ‘জুলাই ঘোষণাপত্র’: আসিফ মাহমুদ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠিত হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের চিন্তাভাবনা করছে সরকার—এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার কাজ করছে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন প্রস্তাবনা নেওয়া হয়েছে এবং তারা নিজেদের মতো করে ঘোষণাপত্রের খসড়া কপি সরকারকে দিয়েছে। এখন আবারও নতুন করে কার্যক্রম চলছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, একটি সমন্বিত ও ঐকমত্যভিত্তিক ঘোষণাপত্র হোক। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐকমত্য তৈরি হয়, তবে ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এক স্মৃতিফলক উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, “২৪ সালের ১১ জুলাই ছিল গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধের দিন। আমরা এ দিনটিকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করছি।”
‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস: ১১ জুলাই’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “১১ জুলাই আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটির স্মৃতি ধরে রাখতেই আমরা স্মৃতির মিনার নির্মাণের কাজ শুরু করেছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।
এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল ও কাজী নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ।
ভোরের আকাশ//হ.র