আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০৫:২৪ এএম
গাজায় খাবারের লাইনে দাঁড়িয়ে শিশুদের ওপর ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫
পুষ্টিকর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শিশুসহ অন্তত ১৫ জন ফিলিস্তিনি ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার একটি হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে আটজন শিশু ও দুইজন নারী রয়েছেন।
ঘটনাটি ঘটেছে গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহর আলতায়ারা স্বাস্থ্য ক্লিনিকের সামনে। বৃহস্পতিবার সকালে এই হামলা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা ‘প্রজেক্ট হোপ’, যারা ক্লিনিকটি পরিচালনা করে।
আল-আকসা শহীদ হাসপাতালের সামনে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাসপাতালের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুসহ বেশ কয়েকজনের মরদেহ মেঝেতে পড়ে আছে এবং চিকিৎসকরা আহতদের সেবা দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ইউসুফ আল-আইদি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, "হঠাৎ করে ড্রোনের শব্দ শুনতে পাই, এরপরই এক তীব্র বিস্ফোরণে সবকিছু কেঁপে ওঠে। চারপাশ রক্তাক্ত হয়ে যায়, আর্তনাদে ভরে যায় বাতাস।"
হামলার সময় লাইনে দাঁড়িয়ে থাকা নিহত এক গর্ভবতী নারী মানাল ও তার কন্যা ফাতিমার কথা উল্লেখ করে মানালের এক আত্মীয়া জানান, “মানাল সেই সময় বাচ্চাদের জন্য সাপ্লিমেন্ট নিতে এসেছিলেন।”
প্রজেক্ট হোপের সভাপতি ও প্রধান নির্বাহী রাবিহ তোরবে বলেন, “এই ক্লিনিকগুলো গাজার বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল। এখানে অপুষ্টি, সংক্রমণ, গর্ভকালীন ও প্রসবোত্তর চিকিৎসা পেতে মানুষ আসে। আজ সকালেও পরিবারগুলো সাহায্য পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছিল। অথচ নির্মমভাবে তারা হামলার শিকার হলো। এটা মর্মান্তিক এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।”
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, “জীবন বাঁচাতে সাহায্য নিতে আসা পরিবারগুলোকে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামাসের ‘নুখবা’ ইউনিটের এক সদস্যকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে, যে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিল। আইডিএফ দাবি করেছে, বেসামরিক হতাহতের বিষয়ে তারা খোঁজ নিচ্ছে এবং দুঃখ প্রকাশ করছে।
উল্লেখ্য, এই হামলার দিন গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা দাঁড়ায় ৬৬ জনে।
যদিও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস, ইসরায়েল, কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা চলছে, তবুও হামলার এই ঘটনাগুলো প্রমাণ করে যে এখনো সেখানে কেউ নিরাপদ নয়।
ভোরের আকাশ//হ.র