নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০৫:০৭ এএম
পুরান ঢাকায় ব্যবসায়ী খুন : অস্ত্রসহ গ্রেপ্তার ৪ জন
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিমন শাখার উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এবং বাকি দুজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)–এর পরিচয় জানা গেছে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন সড়কে ভাঙাড়ির ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে সোহাগকে পিটিয়ে, কুপিয়ে ও ইট-সিমেন্টের টুকরো দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে নিহত সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিসি তালেবুর রহমান আরও জানান, ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক আধিপত্য ও পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, র্যাবও সমান্তরালভাবে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
ভোরের আকাশ//হ.র