ছবি: সংগৃহীত
শুক্রবার বাগানে যাওয়ার পথে নিখোঁজ হন এক কৃষক। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় কৃষকের পরিবার নিখোঁজ ডায়েরি করে।
পরে রোববার (৬ জুলাই) ২৬ ফুট লম্বা একটি অজগরের পেট থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির সাউথ বুটন জেলায় ঘটেছে।
স্থানীয় সংবাদ সংস্থা অন্তারা জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাজাপাহিত গ্রামে ওই কৃষকের মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বাগানে একটি বিশাল অজগরকে ছটফট করতে দেখে তাদের সন্দেহ হয়। তারা ধারণা করেন সাপটি কিছু বড় কিছু গিলে ফেলেছে। পরে সাপটিকে মেরে ফেলার পর যখন কাটা হয়, তখন ভেতর থেকে কৃষকের মরদেহ বেরিয়ে আসে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
গ্রাম পর্যবেক্ষণ কর্মকর্তা সার্জেন্ট দিরমান জানান, কৃষকের পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল, কারণ তিনি বাগান থেকে আর ফিরে আসেননি। খোঁজ করতে গিয়ে তারা রাস্তার পাশে কৃষকের মোটরসাইকেলটি দেখতে পান।
এরপর আরও খোঁজাখুঁজির পর তারা সাপটিকে খুঁজে পান, যা দেখে তাদের সন্দেহ হয়। পরে সাপটিকে হত্যা করে কেটে ফেললে কৃষকের মরদেহ পাওয়া যায়।
সাউথ বুটনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিপিবিডি) জরুরি ও সরবরাহ বিভাগের প্রধান লাওড রিসাওয়াল বলেন, স্থানীয় বাসিন্দারা সাপের পেট থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেন।
রিসাওয়াল আরও জানান, এটাই প্রথমবার সাউথ বুটন এলাকায় কোনো মানুষ অজগরের পেটে পাওয়া গেল। তবে, বর্ষা মৌসুমে এই জেলার গ্রামে প্রায়ই সাপ দেখা যায় এবং সেগুলো গবাদি পশুর ওপর হামলা চালায়।
এমন ঘটনা যদিও ভয়াবহ ও বিরল, তবে নজিরবিহীন নয়। এর আগে, ২০১৭ সালের মার্চ মাসে ইন্দোনেশিয়ার সুলাওয়েসির সালুবিরো গ্রামে ৭ মিটার লম্বা একটি অজগরের পেট থেকে ২৫ বছর বয়সী কৃষক আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পেশাজীবীদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে। বিশেষ করে বাংলাদেশের পাশাপাশি ভারতের নাগরিকদের জন্য মনোনয়ন-ভিত্তিক এই পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। এর মাধ্যমে দেশটির আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নার্স, শিক্ষক, কনটেন্ট ক্রিয়েটরসহ আরও নানা পেশার মানুষের জন্য ভিসার সুযোগ বৃদ্ধি পেয়েছে।এর আগ পর্যন্ত আমিরাতে গোল্ডেন ভিসা পেতে সম্পদ বা ব্যবসায় বড় বিনিয়োগ করতে হতো। তবে নতুন নিয়মে শুধু বিনিয়োগকারীরাই নয়, ১৫ বছরের অভিজ্ঞ নার্স, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইউটিউবার, ডিজিটাল কনটেন্ট নির্মাতা, ই-স্পোর্টস পেশাজীবী ও বিলাসবহুল ইয়টের মালিকরাও এই সুবিধা পাবেন।অভিযোগমুক্ত, অপরাধমুক্ত প্রোফাইল থাকা আবশ্যক। আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের হিস্টোরিও যাচাই করা হবে। এছাড়াও তাদের আমিরাতের অর্থনীতি, ব্যবসা ও সাংস্কৃতিক পরিবেশে অবদানের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।মনোনয়ন-ভিত্তিক এই ভিসার জন্য আবেদন করলে তা আমিরাত সরকারের কাছে পাঠানো হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবে। বাংলাদেশ ও ভারতের জন্য আবেদন সুবিধাজনক করতে ‘ওয়ান ভাস্কো সেন্টার’সহ অনলাইন পোর্টাল ও কল সেন্টারের মাধ্যমে আবেদন নেওয়া হবে।নতুন এই গোল্ডেন ভিসার মাধ্যমে পেশাজীবীরা শুধু নিজেদের জন্যই নয়, পরিবারের সদস্যদেরও আমিরাতে নিয়ে আসতে পারবেন। গৃহকর্মী ও চালক নিয়োগের অনুমতিও থাকবে। এই ভিসায় বিনিয়োগ বা সম্পত্তি বিক্রির কারণে ভিসা বাতিলের আশঙ্কা নেই, যা আগের সম্পত্তি-ভিত্তিক গোল্ডেন ভিসার তুলনায় বড় সুবিধা।২০১৯ সালে বিশ্বের ধনী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে আমিরাত গোল্ডেন ভিসা চালু করে। ২০২২ সালে বিনিয়োগের ন্যূনতম সীমা কমিয়ে দেওয়া হয়, যাতে আরও বড় পরিসরে বিনিয়োগকারীরা ভিসা সুবিধা পায়।বর্তমানে মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা কর্মসূচি বাংলাদেশ ও ভারতকে কেন্দ্র করে পরীক্ষামূলক ধাপে চলছে। ভবিষ্যতে চীনসহ অন্যান্য দেশও এতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।গোল্ডেন ভিসার জন্য নির্ধারিত ফি এক লাখ আমিরাতি দিরহাম (বাংলাদেশি প্রায় ৩৩ লাখ ৩০ হাজার টাকা)। আগামী তিন মাসের মধ্যে পাঁচ হাজারের বেশি ভারতীয় নাগরিকের আবেদন করার সম্ভাবনা রয়েছে।ভোরের আকাশ//হ.র
ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক কেন্দ্রে সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সম্প্রসারিত ব্রিকস জোট। রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং নতুন সদস্য ইরান— এই ছয় দেশের অংশগ্রহণে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে রোববার যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।উল্লেখযোগ্যভাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে বক্তব্য দেওয়ার পরপরই বিবৃতিটি প্রকাশ করা হয়। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদির উপস্থিতিতে এই বিবৃতি প্রকাশ ভবিষ্যৎ আন্তর্জাতিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।যৌথ বিবৃতিতে হামলাকারী দেশের নাম সরাসরি উল্লেখ না করা হলেও, ১৩ জুন থেকে ইরানে শুরু হওয়া সামরিক হামলার প্রসঙ্গ উঠে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই সময় ইসরায়েল এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল।ব্রিকসের বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পর্যবেক্ষণে থাকা শান্তিপূর্ণ ও অসামরিক পরমাণু স্থাপনাগুলোতে এই হামলা বৈশ্বিক পরমাণু নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।জোটটি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, “এই ধরনের হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।”ব্রিকস জোট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপনের আহ্বান জানিয়েছে, যাতে এই ধরনের আক্রমণ ভবিষ্যতে প্রতিরোধ করা যায় এবং আন্তর্জাতিক আইনের সুরক্ষা নিশ্চিত হয়।এবারই প্রথম ইরান সদস্য রাষ্ট্র হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তেহরান নতুন কৌশলগত মিত্রতা গড়ে তোলার চেষ্টা করতে পারে বলে মত দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘নিউ ইয়র্ক টাইমস’।বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম এশিয়ার সংকটপূর্ণ পরিস্থিতি গোটা অঞ্চল ও বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। জোটটি এই পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।ভোরের আকাশ//হ.র
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিশ্বকে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, “গাজায় যা ঘটছে, তা যুদ্ধ নয়—গণহত্যা। বিশ্ব এ ঘটনায় নির্বিকার থাকতে পারে না।”রোববার (৬ জুলাই) রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট লুলা বলেন, “ইসরায়েল নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে, ক্ষুধাকে যুদ্ধের অস্ত্রে পরিণত করেছে। এই মানবতাবিরোধী অপরাধের বিষয়ে নীরব থাকা যায় না।”গাজা সংকট শুরুর পর থেকেই ব্রাজিল সরকার যুদ্ধবিরতির পক্ষে শক্ত অবস্থান নিয়ে আসছে। প্রেসিডেন্ট লুলা একাধিকবার ইসরায়েলের কর্মকাণ্ডকে “গণহত্যার মতো অপরাধ” বলে অভিহিত করেছেন। গাজার নারকীয় পরিস্থিতির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব নিয়ে বারবার হতাশা প্রকাশ করেছেন তিনি।২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু।যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, ইসরায়েল এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হামাস যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়ার কথা জানিয়েছে, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাতারে আলোচনায় রয়েছে।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।এছাড়াও, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।সূত্র: আনাদোলু এজেন্সিভোরের আকাশ//হ.র
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে ৩৫০০ বছর আগের এক প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। নব-আবিষ্কৃত এ শহরের নাম ‘পেনিকো’, যা একসময় গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে মনে করছেন গবেষকরা।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এই শহরটি খ্রিস্টপূর্ব ১৮০০ থেকে ১৫০০ সালের মধ্যে গড়ে উঠেছিল।বিশেষজ্ঞদের ধারণা, পেনিকো শহরটি কারাল সভ্যতার ধারাবাহিকতারই প্রমাণ। আমেরিকার প্রাচীনতম সভ্যতা বলে বিবেচিত কারাল প্রায় ৫০০০ বছর আগে (খ্রিস্টপূর্ব ৩০০০ সাল) গড়ে ওঠে। পেনিকো সেই সভ্যতা বিলুপ্ত হওয়ার পরবর্তী সময়ের প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা।প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ড. রুথ শ্যাডি, যিনি ১৯৯০-এর দশকে কারাল আবিষ্কার করেন, তিনিই পেনিকোর সাম্প্রতিক গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, “পেনিকো ছিল উপকূল, আন্দিজ পর্বতমালা ও আমাজনের মধ্যে বাণিজ্যিক সংযোগের কৌশলগত কেন্দ্র।”ড্রোনচিত্র ও খননকার্যের মাধ্যমে এখন পর্যন্ত ১৮টি প্রাচীন স্থাপনা শনাক্ত করা গেছে, যার মধ্যে রয়েছে উপাসনালয়, ঘরবাড়ি ও ধর্মীয় কেন্দ্র। এ ছাড়া খুঁজে পাওয়া গেছে ধর্মীয় সামগ্রী, মানুষের ও পশুর মূর্তি, ঝিনুক ও পুঁতির তৈরি গয়না।পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ববিদ মার্কো মাচাকুয়াই বলেন, “পেনিকোর গুরুত্ব শুধু এর বয়সে নয়, বরং এটি প্রমাণ করে যে, কারাল সভ্যতা একসময় বিলুপ্ত না হয়ে, নানা রূপে তার ধারাবাহিকতা বজায় রেখেছিল।”উল্লেখ্য, পেরুতে এর আগেও অসাধারণ সব প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে—যেমন ইনকাদের মাচু পিচু দুর্গ, এবং নাজকা রেখা। নতুন এই পেনিকো আবিষ্কার সেই ঐতিহাসিক ঐতিহ্যে এক নতুন মাত্রা যোগ করেছে।সূত্র: বিবিসিভোরের আকাশ//হ.র