× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ইউনূসকে চিঠি পাঠালেন ট্রাম্প, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৪:১৫ এএম

ড. ইউনূসকে চিঠি পাঠালেন ট্রাম্প, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ

ড. ইউনূসকে চিঠি পাঠালেন ট্রাম্প, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে তিনি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। নতুন এ শুল্ক হার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য ঘাটতির বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এ পরিস্থিতির উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, “প্রিয় ড. ইউনূস, এই চিঠি পাঠানো আমার জন্য সম্মানের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য সম্পর্ক চায়। তবে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য ঘাটতি আমাদের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। তাই এই ঘাটতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও লেখেন, “বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। এ শুল্কহার যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে একটি নতুন বাস্তবতা তৈরি করবে। তবে, বাংলাদেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে সেখানে উৎপাদন করে, তাহলে শুল্ক পুরোপুরি শূন্য থাকবে।”

চিঠিতে ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন, যদি বাংলাদেশ পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তবে নতুন করে আরোপিত ৩৫ শতাংশের সঙ্গে সেই পরিমাণ যুক্ত করে মোট শুল্ক আরও বাড়ানো হবে।

তার ভাষায়, “এই শুল্ক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় বরং দীর্ঘদিন ধরে চলে আসা শুল্ক ও অ-শুল্ক বাণিজ্য বাধাগুলোর প্রতিকারে নেওয়া প্রয়োজনীয় পদক্ষেপ। এটি মার্কিন অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

চিঠির শেষ অংশে ট্রাম্প আরও লেখেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চায়। যদি বাংলাদেশ নিজ বাজার আরও উন্মুক্ত করে এবং বাণিজ্য নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার আনে, তবে এই শুল্ক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল বাংলাদেশি পণ্যে, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতির কারণে মে মাসে ট্রাম্প প্রশাসন তিন মাসের জন্য এই শুল্ক স্থগিত করেছিল। আগামী ৯ জুলাই সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই ট্রাম্প নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 ফ্যাসিস্টদের বিচার করতে হবে: নাহিদ ইসলাম

ফ্যাসিস্টদের বিচার করতে হবে: নাহিদ ইসলাম

সংশ্লিষ্ট

বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলার নিন্দা জানাল ব্রিকস

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলার নিন্দা জানাল ব্রিকস

গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব চুপ থাকতে পারে না : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব চুপ থাকতে পারে না : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

পেরুতে ৩৫০০ বছরের পুরোনো প্রাচীন নগরীর সন্ধান

পেরুতে ৩৫০০ বছরের পুরোনো প্রাচীন নগরীর সন্ধান