আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৪:৫৩ এএম
পেরুতে ৩৫০০ বছরের পুরোনো প্রাচীন নগরীর সন্ধান
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে ৩৫০০ বছর আগের এক প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। নব-আবিষ্কৃত এ শহরের নাম ‘পেনিকো’, যা একসময় গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে মনে করছেন গবেষকরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এই শহরটি খ্রিস্টপূর্ব ১৮০০ থেকে ১৫০০ সালের মধ্যে গড়ে উঠেছিল।
বিশেষজ্ঞদের ধারণা, পেনিকো শহরটি কারাল সভ্যতার ধারাবাহিকতারই প্রমাণ। আমেরিকার প্রাচীনতম সভ্যতা বলে বিবেচিত কারাল প্রায় ৫০০০ বছর আগে (খ্রিস্টপূর্ব ৩০০০ সাল) গড়ে ওঠে। পেনিকো সেই সভ্যতা বিলুপ্ত হওয়ার পরবর্তী সময়ের প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা।
প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ড. রুথ শ্যাডি, যিনি ১৯৯০-এর দশকে কারাল আবিষ্কার করেন, তিনিই পেনিকোর সাম্প্রতিক গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, “পেনিকো ছিল উপকূল, আন্দিজ পর্বতমালা ও আমাজনের মধ্যে বাণিজ্যিক সংযোগের কৌশলগত কেন্দ্র।”
ড্রোনচিত্র ও খননকার্যের মাধ্যমে এখন পর্যন্ত ১৮টি প্রাচীন স্থাপনা শনাক্ত করা গেছে, যার মধ্যে রয়েছে উপাসনালয়, ঘরবাড়ি ও ধর্মীয় কেন্দ্র। এ ছাড়া খুঁজে পাওয়া গেছে ধর্মীয় সামগ্রী, মানুষের ও পশুর মূর্তি, ঝিনুক ও পুঁতির তৈরি গয়না।
পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ববিদ মার্কো মাচাকুয়াই বলেন, “পেনিকোর গুরুত্ব শুধু এর বয়সে নয়, বরং এটি প্রমাণ করে যে, কারাল সভ্যতা একসময় বিলুপ্ত না হয়ে, নানা রূপে তার ধারাবাহিকতা বজায় রেখেছিল।”
উল্লেখ্য, পেরুতে এর আগেও অসাধারণ সব প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে—যেমন ইনকাদের মাচু পিচু দুর্গ, এবং নাজকা রেখা। নতুন এই পেনিকো আবিষ্কার সেই ঐতিহাসিক ঐতিহ্যে এক নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: বিবিসি
ভোরের আকাশ//হ.র