আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৪:২১ এএম
লোহিত সাগরে হুথিদের হামলায় জাহাজডুবির দাবি, শান্ত পরিস্থিতির অবসান
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী, রোববার চালানো সশস্ত্র হামলায় ‘ম্যাজিক সিজ’ নামের বাল্ক ক্যারিয়ার জাহাজটি ডুবে গেছে। চলতি বছরে হুথিদের হামলায় এটি প্রথম জাহাজডুবির ঘটনা।
হুথিদের পক্ষ থেকে জানানো হয়, রিমোট-নিয়ন্ত্রিত নৌকা থেকে গুলিবর্ষণ, রকেট ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে এই হামলা চালানো হয়। হামলার আগে জাহাজটির ১৯ জন নাবিককে নামার সুযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
তবে হামলার শিকার জাহাজটির গ্রিক পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টেম শিপিং বলছে, জাহাজটির ডুবে যাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-ও জাহাজ ডুবে যাওয়ার ঘটনা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
স্টেম শিপিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি চীন থেকে লোহা ও সার বহন করে তুরস্কে যাচ্ছিল। হামলার পর জাহাজে পানি ঢুকতে শুরু করে, এবং তা ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে। পাশ দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ নাবিকদের উদ্ধার করে এবং সোমবারের মধ্যে তাদের জিবুতিতে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।
রয়টার্স জানায়, এ হামলার মধ্য দিয়ে লোহিত সাগরে প্রায় ছয় মাসের শান্ত পরিস্থিতির অবসান ঘটল। বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক রুটগুলোর একটি এই পথে ২০২৩ সালের শেষ দিক থেকে হুথিদের ধারাবাহিক হামলার কারণে ইউরোপ ও এশিয়ার মধ্যকার পণ্য পরিবহনে বড় ধরনের ব্যাঘাত ঘটে।
চলতি বছরের এপ্রিলের পর থেকে ওই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো হামলা না হলেও, রোববারের এই ঘটনা আবারও উত্তেজনা উসকে দিল।
গাজায় চলমান যুদ্ধ, ইরান-ইসরায়েল সংঘাত এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন সময় লোহিত সাগরে নতুন করে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ব্রিটেনভিত্তিক সমুদ্র নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ হামলা ঘটে।
ইরান-সমর্থিত হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত শতাধিক সামুদ্রিক হামলার দাবি করেছে। গোষ্ঠীটি বলছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেন, যেখানে লোহিত সাগরে আক্রমণ বন্ধ করার বিষয়টি উল্লেখ ছিল। ওই সময় ওমান মধ্যস্থতাকারী হিসেবে চুক্তির বিষয়টি নিশ্চিত করে। চুক্তি অনুযায়ী, হুথি ও যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা চালাবে না বলে শর্ত ছিল।
তবে গত জুনে হুথিরা হুঁশিয়ারি দেয়, ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যদি জড়িত থাকে, তাহলে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে। এখন সেই হুমকি বাস্তবায়ন করা হচ্ছে কি না, তা পরিষ্কার নয়।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ//হ.র