নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত
বিদেশি বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
রোববার (৬ জুলাই) রাতে ও সোমবার দিনে পৃথক অভিযান চালিয়ে ২ জন নাইজেরিয়ান নাগরিক ও একজন বাংলাদেশি নারী সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-১। গ্রেপ্তার নাইজেরিয়ান নাগরিকরা হলেন- ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল। এছাড়া গ্রেপ্তার বাংলাদেশি নারীর নাম সুইটি আক্তার। তাদের কাছে দুটি ল্যাপটপ, ১০টি মোবাইল, একটি ট্যাব ও একটি হার্ড ড্রাইভ পাওয়া গেছে।
সোমবার (৭ জুলাই) রাতে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জাহিদুল করিম বলেন, এসব ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করতেন। বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যম মানের ব্যবসায়ীদের কাছ থেকে চক্রটি বিভিন্ন দফায় অর্থ আত্মসাৎ করেছে। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চক্রটি প্রতারণার ফাঁদও তৈরি করত।তিনি বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন বিদেশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নম্বর ধরে অনুসন্ধান চালিয়ে চক্রটিতে নাইজেরিয়ার কিছু নাগরিকের জড়িত থাকার বিষয়টি ‘নিশ্চিত’ হওয়া যায়।
র্যাব বলছে, চক্রের সদস্যরা মেয়েদের ব্যবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ‘ক্যাশ ইন’ ‘ক্যাশ আউটের’ মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বাস অর্জনের জন্য এদের মধ্যে থেকে একজন বিত্তবান বিদেশি নাগরিক সাজেন। ফেইসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টম ক্লিয়ারেন্সে বিদেশ থেকে পাঠানো দামি পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে তারা প্রতারণা করে।
ভোরের আকাম/এসএইচ