আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৪:২৩ এএম
“আমাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল” — দাবি ইরানের প্রেসিডেন্টের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, সম্প্রতি ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন তিনি।
রোববার (৬ জুলাই) প্রচারিত এ সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, গত জুনে ইরান-ইসরায়েল সংঘাত চলাকালীন তেহরানে একটি জরুরি বৈঠকের সময় তার অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। পরে তদন্তে জানা যায়, হামলাটি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী, যুক্তরাষ্ট্র নয়।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “হ্যাঁ, তারা (ইসরায়েল) আমাকে হত্যার পরিকল্পনা করেছিল এবং চেষ্টাও করেছে; তবে তারা ব্যর্থ হয়েছে।” তিনি জানান, বোমা হামলার সময় তিনি রাজধানী তেহরানে একটি নিরাপত্তা বৈঠকে অংশ নিচ্ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, “হঠাৎ পুরো এলাকাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু হয়।”
গত ১৩ জুন থেকে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচালিত এ অভিযানে ফার্দো, ইসফাহান ও নানতাজ শহরের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়।
ইসরায়েল দাবি করে, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, যা ঠেকাতেই এই অভিযান। অভিযানের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “তেহরানকে এই প্রকল্প থেকে বিরত রাখতেই আমাদের এই পদক্ষেপ।”
এই সংঘাতে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, যুক্তরাষ্ট্র যদি আগ্রহী হয়, তাহলে ইরান ফের পারমাণবিক আলোচনা শুরু করতে রাজি। তবে তিনি যুক্তরাষ্ট্রের ওপর আস্থার ঘাটতির কথা জানান।
তার ভাষায়, “আমরা আলোচনায় যেতে আপত্তি করছি না, কিন্তু সমস্যাটা হলো— আমরা কীভাবে যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বাস করব? ধরে নিন আমরা আলোচনা শুরু করলাম, কিন্তু তখন যদি ইসরায়েল আবার হামলা চালায়— তার নিশ্চয়তা কে দেবে?”
উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের এই সংঘাত ২৫ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শেষ হয়। তবে এখন পর্যন্ত পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের এ মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি
ভোরের আকাশ//হ.র