অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই, তিনি নিজেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান।
বুধবার (২১ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্র সচিব জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী দু-এক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।’ এদিকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি।
এর আগে, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সাময়িক রুটিন কাজ পরিচালনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
ভারতীয় নাগরিকদের পুশ-ইন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনও চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন কয়েক দিনের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। ছুটিতে যাওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ অবস্থায় পররাষ্ট্রসচিবের পদে আসছেন বর্তমানে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার ইতিমধ্যেই আসাদ আলমকে ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুনের মাঝামাঝি তাকে ঢাকায় ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।আসাদ আলম সিয়াম সাংবাদিকদের বলেন, "জুনের মাঝামাঝি ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক আদেশ হাতে পাইনি।"তবে মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় ফিরে আসার পরপরই সরাসরি সচিব হিসেবে দায়িত্ব নিতে পারবেন না আসাদ আলম। তিনি এখনো অতিরিক্ত পররাষ্ট্রসচিব পদে আছেন। সচিব পদে আনুষ্ঠানিক পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করতে পারবেন।পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জসীম উদ্দিন কয়েক দিনের মধ্যে দায়িত্ব ছাড়ছেন। নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত মন্ত্রণালয়ের বর্তমান সচিব (পশ্চিম) রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন। তবে রুহুল আলমও ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পি.আর.এল) যাচ্ছেন।এর আগে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামের ভারপ্রাপ্ত সচিব হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তিনি বৃহস্পতিবার ছুটির জন্য আবেদন করেছেন।পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নে বলেন, “পররাষ্ট্রসচিবকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই দায়িত্ব ছাড়তে চাচ্ছেন এবং সরকার তাকে সেই সুযোগ দিচ্ছে।”তবে পররাষ্ট্রসচিব পরিবর্তনের পেছনে কোনো বিদেশি চাপ বা রাজনৈতিক বিবেচনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সরকার কোনো সিদ্ধান্ত একজনকে কেন্দ্র করে নেয় না। বিভিন্ন দিক বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়।”এদিকে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলেও, এক মাস পেরিয়ে গেলেও তিনি দায়িত্ব গ্রহণ করেননি।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনি এখনো যোগ দেননি। সরকার সিদ্ধান্ত নিলে যোগ দেবেন কিংবা হয়তো অন্য দায়িত্ব দেওয়া হবে। বিষয়টি এখনো বিবেচনায় রয়েছে।”ভোরের আকাশ//হ.র
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে এ বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি এবং ভার্চ্যুয়ালি অংশ নেন।সেনাপ্রধান বলেন, “নির্বাচন বিষয়ে আমার অবস্থান আগের মতোই রয়েছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই থাকা উচিত।”অনুষ্ঠানে সমসাময়িক নানা প্রসঙ্গের পাশাপাশি নির্বাচন, মানবিক করিডর, বন্দর পরিচালনা ও রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো উঠে আসে।রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, “এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই একটি বৈধ, নির্বাচিত সরকারের মাধ্যমেই আসতে হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি।”চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিষয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এখানে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামত গ্রহণ করা জরুরি। রাজনৈতিক সরকারের মাধ্যমেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।”‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ সহিংসতার বিষয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থান নিচ্ছে। সহিংসতা বা বিশৃঙ্খলা আর সহ্য করা হবে না।”রাষ্ট্র সংস্কার বিষয়েও সেনাপ্রধান বলেন, “এ নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ হয়নি। কী কী সংস্কার হচ্ছে, তাও আমি জানি না।”আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবাইকে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে সহযোগিতার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সব পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থেকে ভবিষ্যতের যেকোনো নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।”তিনি আরও জানান, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।ভোরের আকাশ//হ.র
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই, তিনি নিজেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান। বুধবার (২১ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্র সচিব জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী দু-এক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।’ এদিকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি। এর আগে, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সাময়িক রুটিন কাজ পরিচালনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ভারতীয় নাগরিকদের পুশ-ইন সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনও চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে। ভোরের আকাশ/জাআ
পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বুধবার (২১ মে) সকাল ৯টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজনদের সহযোগিতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহনকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণ এর লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) হতে কিমি ১৪.০০ (গোরানচটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়।উচ্ছেদ চলাকালীন মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।বিকাল সোয়া ৫ টায় প্রথম দিনের উচ্ছেদ অভিযান শেষ করা হয়, পরবর্তী দিনে যথারীতি উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু করা হবে। ভোরের আকাশ/এসআই