নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ০১:১২ এএম
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন কয়েক দিনের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। ছুটিতে যাওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ অবস্থায় পররাষ্ট্রসচিবের পদে আসছেন বর্তমানে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার ইতিমধ্যেই আসাদ আলমকে ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুনের মাঝামাঝি তাকে ঢাকায় ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
আসাদ আলম সিয়াম সাংবাদিকদের বলেন, "জুনের মাঝামাঝি ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক আদেশ হাতে পাইনি।"
তবে মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় ফিরে আসার পরপরই সরাসরি সচিব হিসেবে দায়িত্ব নিতে পারবেন না আসাদ আলম। তিনি এখনো অতিরিক্ত পররাষ্ট্রসচিব পদে আছেন। সচিব পদে আনুষ্ঠানিক পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জসীম উদ্দিন কয়েক দিনের মধ্যে দায়িত্ব ছাড়ছেন। নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত মন্ত্রণালয়ের বর্তমান সচিব (পশ্চিম) রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন। তবে রুহুল আলমও ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পি.আর.এল) যাচ্ছেন।
এর আগে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামের ভারপ্রাপ্ত সচিব হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তিনি বৃহস্পতিবার ছুটির জন্য আবেদন করেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নে বলেন, “পররাষ্ট্রসচিবকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই দায়িত্ব ছাড়তে চাচ্ছেন এবং সরকার তাকে সেই সুযোগ দিচ্ছে।”
তবে পররাষ্ট্রসচিব পরিবর্তনের পেছনে কোনো বিদেশি চাপ বা রাজনৈতিক বিবেচনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “সরকার কোনো সিদ্ধান্ত একজনকে কেন্দ্র করে নেয় না। বিভিন্ন দিক বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়।”
এদিকে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলেও, এক মাস পেরিয়ে গেলেও তিনি দায়িত্ব গ্রহণ করেননি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনি এখনো যোগ দেননি। সরকার সিদ্ধান্ত নিলে যোগ দেবেন কিংবা হয়তো অন্য দায়িত্ব দেওয়া হবে। বিষয়টি এখনো বিবেচনায় রয়েছে।”
ভোরের আকাশ//হ.র