আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫ ১২:৫৫ এএম
ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৪২ শতাংশে: রয়টার্স-ইপসোস জরিপ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে বর্তমানে ৪২ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স/ইপসোস পরিচালিত একটি সাম্প্রতিক জনমত জরিপ। প্রেসিডেন্ট হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদের শুরু থেকে পরিচালিত বিভিন্ন জরিপের মধ্যে এটি তাঁর সর্বনিম্ন জনপ্রিয়তার হার।
তিন দিনব্যাপী জরিপটি শেষ হয়েছে রোববার। এতে দেখা গেছে, আগের সপ্তাহে ট্রাম্পের জনসমর্থনের হার ছিল ৪৪ শতাংশ, যা এই সপ্তাহে ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। জরিপটির সম্ভাব্য ত্রুটির পরিমাণ (মার্জিন অব এরর) ৩ শতাংশ পয়েন্ট পর্যন্ত হতে পারে।
যদিও ঐতিহাসিক মানদণ্ডে এই হার তুলনামূলকভাবে কম, তবে ট্রাম্পের প্রথম মেয়াদের বেশিরভাগ সময়ের তুলনায় এই জনপ্রিয়তা কিছুটা বেশি বলেই মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
অর্থনীতিবিদদের মতে, ট্রাম্পের আরোপিত আমদানি শুল্কের কারণে দেশটির আমদানিকারকরা মুনাফা সংকটে পড়তে পারেন, যা পরোক্ষভাবে মূল্যস্ফীতির হার বাড়িয়ে দিতে পারে। এতে সাধারণ জনগণের জীবনযাত্রায় প্রভাব পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, ‘গোল্ডেন ডোম’ নামে পরিচিত সেই প্রতিরক্ষা কর্মসূচির নকশা চূড়ান্ত করা হয়েছে।
মূলত চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যেই এই উচ্চাভিলাষী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের নেতৃত্ব দিতে ইউএস স্পেস ফোর্স-এর জেনারেল মাইকেল গেটলাইনকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে, মার্কিন সিনেটর গ্যারি পিটার্স জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন অভিবাসীদের আটক রাখতে কিউবার গুয়ান্তানামো নৌঘাঁটি ব্যবহার করছে। এএফপি’র তথ্য অনুযায়ী, সেখানে প্রতি বন্দির পেছনে দৈনিক প্রায় ১ লাখ মার্কিন ডলার ব্যয় হচ্ছে।
মঙ্গলবার অনুষ্ঠিত সিনেট হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটি-র এক শুনানিতে পিটার্স এ তথ্য জানিয়ে একে সরকারি অর্থের ‘বড় ধরনের অপচয়’ বলে উল্লেখ করেন।
ভোরের আকাশ//হ.র