আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ০১:২৮ এএম
গাজায় সৌদি আরবের খাদ্যসহায়তা পৌঁছাল, গেল ৭টি ট্রাক
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষুধার্ত মানুষের জন্য পাঠানো সৌদি আরবের সহায়তা পৌঁছেছে গাজায়। বুধবার (৩০ জুলাই) মিশরের রাফা ক্রসিং দিয়ে সৌদি সহায়তা নিয়ে সাতটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে উপত্যকায়।
সৌদি গ্যাজেট জানিয়েছে, এসব ত্রাণ পাঠানো হয়েছে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও রিলিফ সেন্টার (KSRelief)-এর পক্ষ থেকে। সাতটি ট্রাকেই ছিল খাদ্যসামগ্রী।
সৌদি আরবের ত্রাণ কার্যক্রমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গাজার জন্য তারা ৫৮টি কার্গো বিমান ও ৮টি জাহাজের মাধ্যমে ৭ হাজার ১৮৮ টন খাদ্য, ওষুধ ও আশ্রয় সামগ্রী পাঠিয়েছে। তাছাড়া ২০টি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে, যেগুলো ইতোমধ্যে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে।
ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। বিশাল সংখ্যক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে গত সপ্তাহ থেকে গাজায় সীমিত পরিসরে খাদ্যবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে দখলদার ইসরায়েল, যদিও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
বর্তমানে কিছু নির্দিষ্ট এলাকায় প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য হামলা বন্ধ রাখছে ইসরায়েল, যাতে করে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়।
এছাড়া, ট্রাক ছাড়াও জর্ডানের সহায়তায় সৌদি আরব বিমান থেকে খাদ্যপণ্য গাজায় ফেলা শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের দমন-পীড়ন শুরু হয়। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন।
সূত্র: সৌদি গ্যাজেট
ভোরের আকাশ//হ.র